খানাখন্দ ভরা রাস্তায় জল জমে রয়েছে। আর সেই রাস্তার জলের মধ্যেই শুয়ে ধরনা শুরু করলেন এক ব্যক্তি। রাস্তা দিয়ে স্কুল বাস, ছোট চার চাকার গাড়ি সব যাচ্ছে। কিন্তু ওই রাস্তায় বের ধ্যেই কখনও শুয়ে কখনও আবার বসে রয়েছেন। কিন্ত হঠাৎ করে কী হল? এভাবে রাস্তার মধ্যে কেন শয়ে রয়েছেন তিনি? শীলু দূবে নামে ওই ব্যক্তি জানিয়েছেন, রাস্তার বেহাল দশা। খানা খন্দে ভরে গিয়েছে। আর বৃষ্টি হলে তো কথাই নেই। পুরো জল জমে যায়। আরও দুর্বিষহ হয়ে পড়ে যাতায়াত। ওই রাস্তা দিয়ে স্কুলে যেতে গিয়ে একবার জলের মধ্যে পড়ে যায় তাঁর মেয়ে। আঘাত না লাগলে নোংরা হয়ে যায় স্কুলের ড্রেস। এরপর সাংসদ, বিধায়ক থেকে শুরু করে প্রশাসনের শীর্ষস্তরেও এই রাস্তা সারাইয়ের জন্য দরার করেছেন শীলূ দুবে। কিন্তু কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত এই রাস্তার বেহাল শার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। কিন্তু তাতেও রাস্তা সারাইয়ের ব্যাপারে কোনও উদ্যোগ চোখে পড়েনি। শেষ পর্যন্ত তাই রাস্তায় জমা জলের মধ্যে শুয়ে সারাইয়ের দাবিতে ধরনা শুরু করেছেন শীলূ দুবে।
Man protests by lying in water on pothole filled road