Advertisement

প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষ হতে না হতেই ফুলের টব টপাটপ গায়েব হচ্ছে দেখুন! আমরা কোথায় আছি?

25 ডিসেম্বর, বৃহস্পতিবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayeeর 101 তম জন্মবার্ষিকী ছিল। আর প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে BJP র পক্ষ থেকে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ঠিক সেইরকমই Uttar Pradesh র Lucknow এ গিয়েছিলেন PM Modi ৷ সরকারি সূচি মেনেই একাধিক প্রকল্প উদ্বোধনও করেন ৷ কিন্তু প্রধানমন্ত্রীর লখনউ সফর শেষ হতে না হতেই Social Media এ একটি ভিডিও বেশ Viral হয়েছে। আর সেই ভিডিও দেখা মাত্রই সকলেই ছি ছি করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শহর সাজাতে নিয়ে আসা ফুল গাছের টব ইচ্ছে মতো চুরি করে নিয়ে চলে যাচ্ছেন সাধারণ মানুষ। এক ঝলকে দেখুন সেই ভিডিও।

PM Modi inaugurates projects in Lucknow on Atal Bihari Vajpayee's 101st birth anniversary

Advertisement