সরকারি হাসপাতালে ভাল চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না। এই অভিযোগ দীর্ঘদিনের। একটি সরকারি হাসপাতালের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই সরকারি হাসপাতালে রোগীর বেডে ছুটে বেড়াচ্ছে ইদুরের পাল। সেই ভিডিওটিতে দেখা গিয়েছে মেডিক্যাল কলেজের ওয়ার্ডে একজন রোগী বিছানায় শুয়ে আছেন। তার ওষুধপত্র পাশে একটি স্টিলের তাকে রাখা আছে এবং ইঁদুরগুলো বিছানার পাশের একটি রড বেয়ে উঠে একটি প্যাকেট ছিঁড়ে ফেলার চেষ্টা করছে, যেটিতে খাবার ছিল বলে মনে করা হচ্ছে। এক ডজনেরও বেশি ইঁদুরকে বিছানার এক পাশ থেকে অন্য পাশে ছোটাছুটি করতে দেখা যায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তর প্রদেশের লখনউয়ের গোন্ডা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
rats running on patient's bed in government hospital in gonda