Advertisement
টেক

Phone Network Problem: ফোনে লেগেই থাকে নেটওয়ার্কের সমস্যা? সমাধান করুন ৪ টেকনিকে

 রাত পর্যন্ত তাই ফোনের দিকে থাকে নজর
  • 1/9

ফোনই জীবন। এই গেজেট ছাড়া একটু সময়ও থাকা সম্ভব নয়। সকালের থেকে শুরু করে রাত পর্যন্ত তাই ফোনের দিকে থাকে নজর। এই যন্ত্রতেই সব কাজ চলে।

সারাদিন ফোন ব্যবহারকারীদের কাছে সমস্যারও শেষ নেই
  • 2/9

তবে মুশকিল হল, সারাদিন ফোন ব্যবহারকারীদের কাছে সমস্যারও শেষ নেই। কারও ফোন দ্রুত গরম হচ্ছে তো কারও নেটওয়ার্কের সমস্যা। তাই নিয়েই নাজেহাল সাধারণ মানুষ

 নেটওয়ার্কের সমস্যার জন্য অনেক ক্ষেত্রেই জটিলতা তৈরি হয়
  • 3/9

আর নেটওয়ার্কের সমস্যার জন্য অনেক ক্ষেত্রেই জটিলতা তৈরি হয়। কল ড্রপ হয়। ইন্টারনেট পাওয়া যায় না। তাই এই সমস্যার একটা সহজ সমাধান খুঁজে বের করা দরকার।

Advertisement
আমাদের হাতের কাছেই রয়েছে এই সমস্যার সমাধান
  • 4/9

তবে চিন্তা করবেন, আমাদের হাতের কাছেই রয়েছে এই সমস্যার সমাধান। এই নিবন্ধে এমনই কিছু টেকনিক সম্পর্কে জানান হল। আশা করছি, এই টেকনিকের মাধ্যমে আপনি অনায়াসে ফোনের নেটওয়ার্কের সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন।

ফোনটা এয়ারপ্লেন মোডে দিন
  • 5/9

সবার প্রথমে যেটা করতে হবে, সেটা হল ফোনটা এয়ারপ্লেন মোডে দিন। তারপর আবার মোডটা বন্ধ করে দিন। ব্যাস, এই কাজটা করলেই দেখবেন সমস্যার সহজ সমাধান করে ফেলা যাবে।

আপনি ফোনটাকে একবার সুইচ অফ করে আবার অন করতে পারেন
  • 6/9

আপনি ফোনটাকে একবার সুইচ অফ করে আবার অন করতে পারেন। তাতেই সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ফোনটাকে একবার আপডেট করে নিন
  • 7/9

ফোনটাকে একবার আপডেট করে নিন। ফোনের আপডেট না করলেও অনেক সময় এই ধরনের সমস্যা হয়। তাই এই বিষয়টা মাথায় রাখাও মাস্ট।

Advertisement
একবার ফোন থেকে সিমটা বের করুন
  • 8/9

একবার ফোন থেকে সিমটা বের করুন। তারপর আবার লাগিয়ে দিন। এই কাজটা করলেও অনেক সময় নেটওয়ার্কের সমস্যা মিটে যায়। তাই চিন্তার কোনও কারণ নেই।

এত কিছু করার পরও ফোনের নেটওয়ার্ক নিয়ে সমস্যা হতে পারে
  • 9/9

এত কিছু করার পরও ফোনের নেটওয়ার্ক নিয়ে সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে একবার আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের সঙ্গে কথা বলুন। তারা কী বলছে দেখুন। তাহলেই দেখবেন কাজ হবে।

Advertisement