Advertisement
টেক

Extend Phone Battery Life: ফোনের ব্যাটারির আয়ু বেড়ে যাবে বহু বছর, জেনে নিন ৫ সহজ টিপস

ফোনের ব্যাটারি নিয়ে সমস্যার শেষ নেই
  • 1/8

ফোনের ব্যাটারি নিয়ে সমস্যার শেষ নেই। ফোন কেনার পর এক বছর যেতে না যেতেই কমতে শুরু করে ব্যাটারির ক্ষমতা। যার ফলে দ্রুত চার্জ শেষ হয়ে যায় ফোনের। তখন সব কাজ বন্ধ করে ফোন ব্যবহার করা হয়।

বর্তমানে ফোনগুলির ব্যাটারি ইনবিল্ড
  • 2/8

আর বর্তমানে ফোনগুলির ব্যাটারি ইনবিল্ড। পাশাপাশি ব্যাটারির দামও অনেকটাই বেশি। তাই ফোনের ব্যাটারিকে বাঁচাতে হবে। বাড়াতে হবে এর বয়স।

ফোনের ব্যাটারি লাইফ বাড়ানো কোনও বিরাট কাজ নয়
  • 3/8

এখানে একটা কথা বলি, ফোনের ব্যাটারি লাইফ বাড়ানো কোনও বিরাট কাজ নয়। এটা যে কেউ করতে পারেন। এখন প্রশ্ন হল, কীভাবে এই কাজটা করা সম্ভব হবে? আর সেই উত্তরটাই রইল নিবন্ধটিতে।

Advertisement
সবার প্রথমে ঠিক ঠাক চার্জ দিতে হবে
  • 4/8

আপনাকে সবার প্রথমে ঠিক ঠাক চার্জ দিতে হবে। চেষ্টা করতে হবে ২০ থেকে ৮০ শতাংশের মধ্যেই যেন চার্জ থাকে। এর বেশি বা কম চার্জ দেবেন না। এক্ষেত্রে ব্যাটারি একবারে ০ বা ১০০ করবেন না। তাহলেই সমস্যা হবে না।

ব্যাটারি সেভার ব্যবহার শুরু করতে হবে
  • 5/8

ব্যাটারি সেভার ব্যবহার শুরু করতে হবে। এই সেটিংস ব্যবহার করলে ফোন ব্যাটারির ব্যবহার কমায়। যার ফলে খুব সহজেই ভাল থাকে ব্যাটারি।

ফোনের স্ক্রিন টাইম কমাতে হবে
  • 6/8

ফোনের স্ক্রিন টাইম কমাতে হবে। দিনে ২ থেকে ৩ ঘণ্টার বেশি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন না। এই ভুলটা এড়িয়ে চললেই দেখবেন অনায়াসে ফোনের ব্যাটারির আয়ু বাড়বে। বছর বছর চেঞ্জ করতে হবে না।

জিপিএস, ব্লুটুথ এবং মোবাইল ডেটা প্রয়োজন ছাড়া অন করবেন না
  • 7/8

ফোনের জিপিএস, ব্লুটুথ এবং মোবাইল ডেটা প্রয়োজন ছাড়া অন করবেন না। এগুলি কিন্তু অনেক চার্জ খায়। তাই দরকার না পড়লে এগুলি অফ করেই রাখুন। তাতেই কাজ হবে।

Advertisement
ব্রাইটনেস বাড়িয়ে রাখলে ফোনের সমস্যা হতে পারে
  • 8/8

ব্রাইটনেস বাড়িয়ে রাখলে ফোনের সমস্যা হতে পারে। তাই এই ভুল একবারেই করা যাবে না। তার বদলে কিছুটা কমিয়ে নিন ব্রাইটনেস। তাতেই দেখবেন কাজ হবে।

Advertisement