scorecardresearch
 
Advertisement
টেক

Maruti Jimny 2023 Launch Milage Feature: Maruti Jimny-র ধামাকাদার মাইলেজ, ফুল ট্যাঙ্কে পাড়ি দেবে ৭০০ কিমি

মারুতি জিমনি ১
  • 1/8

Maruti Jimny 2023 Launch Milage Feature: লাস্ট অটো এক্সপোতে পেশ করার পরে এই এসইউভির অপেক্ষায় রয়েছে গাড়িপ্রেমীরা। যদিও কোম্পানি এর অফিসিয়াল বুকিং শুরু করে দিয়েছে। যা রিপোর্ট এসেছে তাতে দাবি করা হচ্ছে যে এখনও পর্যন্ত এই এসইউভি (SUV) ৩০ হাজারের বেশি ইউনিট বুকিং হয়ে গিয়েছে।

মারুতি জিমনি ২
  • 2/8

জিমনির ফিচার এবং স্পেসিফিকেশন (Maruti Jimny Feature And Specification)

নতুন জিমনির ফিচার এবং স্পেসিফিকেশনের ডিটেল সামনে চলে এসেছে। এখন এই এসইউভি বাজারে আসবে এবং এর দাম কত হবে? তার আগে অবশ্য মারুতি সুজুকির তরফ থেকে এই গাড়ির মাইলেজ সম্পর্কে পরিষ্কার তথ্য দেওয়া হয়েছে।

মারুতি জিমনি ৩
  • 3/8

যদি আপনি মারুতি সুজুকি জিমনি কিনতে মনস্থির করে থাকেন তাহলে এটি আপনার জন্য জানা অত্যন্ত জরুরি বিষয় যে এই এসইউভি কত মাইলেজ দেয়। মারুতি সুজুকি জিমনির ফাইভ ডোর ভার্সন পেশ করা হয়েছে গ্লোবাল মার্কেটে। কোম্পানি 1.5 লিটার ক্ষমতা সম্পন্ন কে সিরিজ ন্যাচারাল এক্সপায়ার্ড পেট্রোল ইঞ্জিন ব্যবহার করেছে যা ১০৩বিএসপির দমদার পাওয়ার এবং ১৩৪ এন এম এর পিক টক জেনারেট করে।

Advertisement
মারুতি জিমনি ৪
  • 4/8

এই ইঞ্জিন ৫ স্পিড ম্যানুয়াল এবং ফোর স্পিড অটোমেটিক ট্রান্সমিশন গিয়ার বক্স এর সঙ্গে জুডে় দেওয়া হয়েছে। মাইলেজের বিষয়ে জানিয়ে দেওয়া যাক যে ম্যানুয়াল ট্রান্সমিশনের সঙ্গে জিমনি ARAI দ্বারা ১৬.৯৪ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দেওয়ার বিষয়ে গ্যারান্টি দিয়েছে ।

মারুতি জিমনি ৫
  • 5/8

অন্যদিকে অটোমেটিক ভেরিয়েন্ট নিয়ে দাবি করা হয়েছে যে এর মডেল ১৬.৩৯ কিলোমিটার প্রতি লিটার পেট্রোল খরচ করে যেতে পারবে এই এসিভিটি তে ৪০ লিটারের ফিউল ট্যাঙ্ক দেওয়া হয়েছে এই হিসেবে হিসেব ফুল ট্যাঙ্কে ম্যানুয়াল এবং অটোমেটিক ভ্যারিয়েন্টে ক্রমশ ৬৭৮ কিলোমিটার এবং ৬৫৬ কিলোমিটারের দূরত্ব যেতে পারবে।

মারুতি জিমনি ৬
  • 6/8

মারুতি জিমনি ফোর হুইল ড্রাইভে ৪.৪ অল গ্রিপ প্রো সিস্টেম দেওয়া হয়েছে। কোম্পানির দাবি যে টেকনিক্যালি এসইউভি অফ রোড এক্সপেরিয়েন্সকে ভাল করে। এই গাড়িটি জিপ বা মারুতির জিপসি গাড়ির মতো বাজার কাঁপাবে বলে মনে করা হচ্ছে।

মারুতি জিমনি ৭
  • 7/8

কোম্পানির দাবি যে জিমনি ইন্টেরিয়ারের নূন্যতম ডিজাইন দেওয়া হয়েছে। যাতে মনোযোগ নড়ে না যায় চালকের। এ কারণে কেবিন, ব্ল্যাক কালারের রাখা হয়েছে এবং সিলভার কালারের কিছু জরুরি এক্সেসরিজ এবং সুইচগুলিতে দেওয়া হয়েছে হাইলাইট করার জন্য। ড্যাশবোর্ড এবং সেন্টার কন্ট্রোল এভাবে ডিজাইন করা হয়েছে যাতে ড্রাইভার বিনা সময় নষ্ট করে গুরুত্বপূর্ণ ফিটার ব্যবহার করতে পারে। প্রিমিয়াম সারাউন্ড সাউন্ড সিস্টেম শামিল করেছে।

Advertisement
মারুতি জিমনি ৮
  • 8/8

কবে লঞ্চ হবে?

এই বিষয়ে আপাতত এর বিষয়ে কোম্পানি অফিসিয়ালি কোনও ঘোষণা করেনি কিন্তু মনে করা হচ্ছে যে কোম্পানির জুন মাসে এই গাড়িটি বিক্রির জন্য বাজারে নিয়ে চলে আসতে পারে। এই এসইউভি দেশের ডিলারশিপগুলিতে আগে থেকেই পৌঁছানো শুরু হয়ে গিয়েছে। যাতে গ্রাহকেরা নিজেরা এলাকায় টেস্ট ড্রাইভ করতে পারেন এবং বুকিং এর আগে এর ফিচার গুলি সম্পর্কে অবহিত হতে পারেন। বাজারে লঞ্চ হওয়ার পরে এসিভিটি মুখ্যভাবে মাহিন্দ্রা থর কে টক্কর দেবে বলে মনে করা হচ্ছে।

Advertisement