৫৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ৪৪ হাজার টাকাওয়ালা google pixel 7। এমনই খবরে বাজার তোলপাড়। এটা কি সত্যি? আসুন দেখে নিই।
গুগল সম্প্রতি একটা নতুন মিড রেঞ্জ বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে আমরা কথা বলছি গুগল পিক্সেল ৭ এর যা আকর্ষণীয় ফিচারের সঙ্গে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুনঃ অবিশ্বাস্য! চিচিং ফাঁকের দরজা এবার বাড়িতেও, আপনার মুখ দেখেই খুলবে
তিনটি কালারে এই ফোনটি লঞ্চ করা হয়েছে
কোম্পানি স্মার্টফোনটিকে শুধুমাত্র একটা কনফিগারেশনে লঞ্চ করেছে। এটি আপনি flipkart থেকে কিনতে পারবেন। এছাড়া তিনটি রংয়ে বাজারে এনেছে।
দাম কত?
গুগল ৯৯৯৯ টাকা দামে লঞ্চ করেছে কিছু রিপোর্টে জানা গিয়েছে যে এটি আপনি মাত্র ৫০৯৯ টাকা কিনতে পারবেন। এখন এটা কি সত্যি?
কীভাবে কিনবেন?
এই দামে এটা কি সত্যিই এমন কোনও অফার পাওয়া যাচ্ছে? আসলে যদি আপনি পরিসংখ্যানে অপুর কথা বলেন, তাহলে এমন অবশ্যই দেখতে পাবেন। এর পেছনে আসল কাহিনী কী?
আসল অফারটি কী?
ফ্লিপকার্টে স্মার্টফোনটি ৪৩ হাজার ৯৯৯ টাকায় লিস্ট করা রয়েছে। এতে ৪০০০ টাকার ডিসকাউন্ট রয়েছে। এইচডিএফসি ব্যাঙ্ক কার্ডে পাওয়া যাচ্ছে। যার পরে ফোনের দাম ৩৯ হাজার ৯৯৯ টাকা হয়ে যায়।
কত টাকা ডিসকাউন্ট?
স্মার্টফোন আপনি এই দামে কিনতে পারবেন। যদি flipkart-এ এর উপর এক্সচেঞ্জ অফার দিচ্ছে। এতে ৩৪ হাজার টাকা এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। এই এক্সচেঞ্জ অফার কোন ফোনের উপর পাওয়া যাবে সেটি বড় বিষয়। আপনি যদি শাওমির কোন ফোন এক্সচেঞ্জ করেন তাহলে আপনি প্রায় ১৬ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।
৩৪ হাজার এ ডিসকাউন্ট কোথায় পাবেন?
এই ডিসকাউন্ট আপনি প্রিমিয়াম ফোন এক্সচেঞ্জ করলেই পাবেন। এখন প্রশ্ন হল যে কোন ফোনে আপনি ৩৪ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন।