Advertisement
টেক

Jio vs Airtel: বিনা ডেটা ডেইলি লিমিট প্ল্যান কার সবথেকে ভালো

এয়ারটেল ও জিও
  • 1/5

এয়ারটেল ও জিও দুই সংস্থাই সম্প্রতি বেশি কিছু বিনা ডেটা ডেইলি লিমিট প্ল্যান চালু করেছে। দেখে নিন বিশদে।

জিও সম্প্রতি ৫টি নতুন
  • 2/5

জিও সম্প্রতি ৫টি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে। এগুলি বিনা ডেটা ডেইলি লিমিট। এই প্ল্যানগুলি ১৫,৩০,৬০,৯০ এবং ৩৬৫ টাকা। এয়ারটেলও একটি প্ল্যান এনেছে যার মেয়াদ ৬০ দিনের মধ্যে আসে।

৫০০ টাকার মধ্যে
  • 3/5

৫০০ টাকার মধ্যে জিও ১২৭, ২৪৭ এবং ৪৪৭ টাকার প্ল্যান সামনে এনেছে। এই প্ল্যানগুলিতে ১৫, ২৫এবং ৫০ জিবি করে ডেটা মেলে। সেই সঙ্গে থাকে আনলিমিটেড কলের সুবিধা।

Advertisement
এয়ারটেলের বিনা
  • 4/5

এয়ারটেলের বিনা ডেটা ডেইলি লিমিটের প্ল্যান ৪৫৬ টাকা। এর মেয়াদ ৬০ দিন। সঙ্গে রয়েছে ৫০ জিবি ডেটা। এই প্ল্যানে ১০০টি করে মেসেজও দেওয়া হয়।

ডেটা শেষ হয়ে
  • 5/5

ডেটা শেষ হয়ে গেলে গ্রাহকদের আবার নতুন করে রিচার্জ করতে হয়। এই প্ল্যানগুলির যে ডেটা গ্রাহকদের দেওয়া হয় তার মেয়াদ নির্দিষ্ট দিনের মধ্যেই শেষ হয়।

Advertisement