scorecardresearch
 
Advertisement
টেক

সবাই করতে পারবেন ডাউনলোড! Battlegrounds Mobile-এর বড় চমক

Battlegrounds Mobile India
  • 1/6

Battlegrounds Mobile India-র বিটা ভার্সন সদ্য গুগল প্লে স্টোর লঞ্চ হয়েছে। কিন্তু এই ভার্সন সবার জন্য প্রথমে দেওয়া হয়নি। কিছু পরিমাণ ইউজারদের জন্যই এই ভার্সন দেওয়া হয়েছিল। এবার সবার জন্য এই গেম উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যে কেউ চাইলেই Battlegrounds Mobile India-র বিটা ভার্সন  প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। 

গেমটি ডাউনলোড করে
  • 2/6

গেমটি ডাউনলোড করে খেলতে হলে প্রথমে এই লিঙ্কে ক্লিক করতে হবে। তারপরে Become A Tester অপশনে ক্লিক করতে হবে। সেখানে গেমের বিটা ভার্সনটি ডাউনলোড করা যাবে।

সব ফোনেই এই গেম সার্পোট
  • 3/6

সব ফোনেই এই গেম সার্পোট দেয়। ফোনে ন্যূনতম ২ জিবি ব়্যাম প্রয়োজন। সেই সঙ্গে দরকার আপডেটেড অ্যান্ড্রয়েড। পাশাপাশি ফোনের ওএস সংস্করণটি অ্যান্ড্রয়েড ৫.১.১ হওয়া উচিত। ফলে ২ জিবি মোবাইলের নিচে যেসব ফোনে ব়্যাম রয়েছে সেই সব গ্রাহকরা চাইলেও এই গেমটি খেলতে পারবেন না।
 

Advertisement
কম ব়্যাম এবং প্রসেসরের
  • 4/6

কম ব়্যাম এবং প্রসেসরের ফোনে এখন গেম ভালো চলে না। ২ জিবি ব়্যামের ফোনেও কেমন চলবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। ৪ থেকে ৬ জিবি কিংবা তার বেশি ব়্যামযুক্ত মোবাইলে গেম খেললে তা আরও ভালো হয়।
 

আগের পাবজি অ্যাকাউন্ট
  • 5/6

আগের পাবজি অ্যাকাউন্ট থাকলে সেই ডেটা অনায়াসে নয়া এই গেমেও নিয়ে আসা যাবে। তবে ডিসেম্বর মাস পর্যন্ত এই ডেটা বদলের সময়ে আছে। তারপরে চাইলে হবে না।
 

পাবজি নিষিদ্ধ হওয়ার পরে
  • 6/6

পাবজি নিষিদ্ধ হওয়ার পরে প্রায় ১ বছর এই গেমটির জন্য অপেক্ষা করছিলেন গেমাররা। ক্রাফটন জানিয়েছে গেমটি প্রায় ৫ মিলিয়ান ডাউনলো়ড হয়েছে।

Advertisement