scorecardresearch
 
Advertisement
টেক

এই ফোনগুলিতে খেলা যাবে না battlegrounds mobile, জানুন বিশদে

অনেক অপেক্ষার পরে
  • 1/5

অনেক অপেক্ষার পরে লঞ্চ হয়েছে battlegrounds mobile india। যদিও এটা বিটা ভার্সন। তবে সব ধরনে মোবাইল ব্যবহারকারীরা চাইলেও এই গেমটি খেলতে পারবেন না। 

সবই অ্যান্ড্রয়ড
  • 2/5

সবই অ্যান্ড্রয়ড ফোনেই গেম সার্পোট দেয়। ফোনে ন্যূনতম ২ জিবি ব়্যাম প্রয়োজন। সেই সঙ্গে দরকার আপডেটেড অ্যান্ড্রয়েড। পাশাপাশি ফোনের ওএস সংস্করণটি অ্যান্ড্রয়েড ৫.১.১ হওয়া উচিত।
 

ফলে ২ জিবি
  • 3/5

ফলে ২ জিবি মোবাইলের নিচে যেসব ফোনে ব়্যা রয়েছে সেই সব গ্রাহকরা চাইলেও এই গেমটি খেলতে পারবেন না। এই তালিকায় Tecno Spark 7, Samsung Galaxy M01 Core মতো ফোন গুলি রয়েছে।

Advertisement
কম ব়্যাম
  • 4/5

কম ব়্যাম এবং প্রসেসরের ফোনে এখন গেম ভালো চলে না। ২ জিবি ব়্যামের ফোনেও কেমন চলবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। ৪ থেকে ৬ জিবি কিংবা তার বেশি ব়্যামযুক্ত মোবাইলে গেম খেললে তা আরও ভালো হয়।

সাধারণত ২০ হাজার
  • 5/5

সাধারণত ২০ হাজার সেগমেন্টে যেসব মোবাইল সেট আসে, সেই সব মোবাইল গেমিং মোবাইল হয়। সেই মোবাইলগুলিতে এই গেম ভালো মতো খেলা যায়।
 

Advertisement