scorecardresearch
 
Advertisement
টেক

Best Mileage CNG Cars: ৭৫ টাকায় চলে ৩৫ কিলোমিটার, ভারতের Top-5 সিএনজি গাড়ি

টপ ৫ সিএনজি গাড়ি
  • 1/7

পেট্রোল-ডিজেলের (Petrol-Disesel) বাড়তি দামের কারণে আমাদের কোমর ভেঙে গিয়েছে। কিন্তু সিএনজির (CNG) দাম একটু বাড়লেও তা এখনও সাধারণ মানুষ এর আয়ত্বেরর মধ্যে রয়েছে। এখানে আপনাকে জানিয়ে দিই, ভারতের এখন টপ ফাইভ সিএনজি (Top 5 CNG Car) গাড়ি। যেগুলি কম জ্বালানিতে (Less Fuel) বেশি মাইলেজ (Mileage) দিতে পারবে। আপনার পকেটে বাঁচাতে সাহায্য করবে এই মাগ্গি গন্ডার বাজারে। মোটামুটি ৭৫ টাকায় ৩৫ কিলোমিটার পর্যন্ত পাওয়া যাবে।

 

মারুতি সেলেরিও
  • 2/7

সিএনজি গাড়ির মধ্যে মারুতি সুজুকি (Maruti Suzuki) ইন্ডিয়ার সবচেয়ে এগিয়ে রয়েছে। মধ্যে সবচেয়ে পপুলার মডেল মারুতি সেলেরিও (Maruti Celerio) সেলেরিও দেশে সবচেয়ে বেশি মাইলেজ দেওয়া পেট্রোল গাড়ি হওয়ার সঙ্গে সঙ্গে সিএনজি গাড়িও বটে। এক কেজি সিএনজিতে ৩৫.৬০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়।

৭৫ টাকায় ৩৫ কিলোমিটার মাইলেজ
  • 3/7

৭৫ টাকায় ৩৫ কিলোমিটার মাইলেজ

দিল্লিতে সিএনজির দাম ৭৫.৬১ টাকা প্রতি কেজি। এভাবে ফ্যাক্টরি ফিটিংয়ের সঙ্গে সিএনজিওয়ালা মারুটি সেলেরিও (Maruti Celerio) সঠিকভাবে ৭৫ টাকায় ৩৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। এর দাম ৬ লাখ ৭০ হাজার টাকা থেকে শুরু হচ্ছে।

Advertisement
মারুতি ওয়াগন-আর সিএনজি (Maruti Wagon-R)
  • 4/7

মারুতি ওয়াগন-আর সিএনজি (Maruti Wagon-R)

মারুতি সেলেরিও মতোই কোম্পানির পপুলার হাচব্যাক মারুতি ওয়েগনার (Maruti Wagon-R Cng) সিএনজিও চালু করেছে। যার মাইলেজ সেলেরিওকে টক্কর দেয়। এটি এক কেজিতে ৩৪ কিলোমিটার ৫ মিটার পর্যন্ত মাইলেজ দেয়। দাম ৬ লাখ ৪২ হাজার টাকা থেকে শুরু হচ্ছে।

মারুতি অল্টো
  • 5/7

মারুতি অল্টো (Maruti Alto)

সিএনজি-এর মাইলেজ দমদার। দেশের সবচেয়ে সস্তা গাড়ি মারুতি অল্টো (Maruti Alto) সিএনজি ভেরিয়েন্ট এর দাম ৫ লাখ ৩ হাজার টাকা থেকে শুরু হয়। এটি এক কেজি সিএনজিতে ৩২ কিলোমিটার। জবরদস্ত মাইলেজ দেয় এই গাড়ি। ৮০০ সিসির ইঞ্জিন এর সঙ্গে এটি পাওয়া যায়।

মারুতি এসপ্রেসো
  • 6/7

৩০ কিলোমিটার এর বেশি মাইলেজ এসপ্রেসো (Maruti Espresso)

সিএনজির আরও একটি গাড়ি মারুটি এসপ্রেসো (Maruti Espresso) সিএনজি মডেলের জবরদস্ত মাইলেজ রয়েছে। এটি এক কেজিতে এক কিলোমিটারের বেশি মাইলেজ দেয়। ৫ হাজার টাকা থেকে শুরু হচ্ছে এটি।

টাটা টিয়াগো
  • 7/7

টাটা মোটরস এর টিয়াগো সিএনজি (Tata Tiago)

টাটা মোটরসের (Tata Motors) এ বছর নিজের সিএনজি কার ভেরিয়েন্ট মার্কেটে লঞ্চ করেছে। কোম্পানির জনপ্রিয় গাড়ি টাটা টিয়াগো (Tata Tiago) সিএনজিতে রুপান্তরিত করা হয়েছে। যদিও তার পেট্রোল ভার্সনও রয়েছে। এটি এক কেজিতে ২৬ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। এর দাম ১০ হাজার টাকা থেকে শুরু হচ্ছে।

Advertisement