আত্মনির্ভর ভারতের কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবহেই Twitter-এর বিকল্প স্বদেশি অ্যাপ হিসাবে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয় হয়েছে Koo অ্যাপ। ট্যুইটারের ভারতীয় সংস্করণ অথচ সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি Koo অ্যাপের ব্যবহার ক্রমশ বাড়ছে।
এবার Google Map কেও টেক্কা দিতে ময়দানে নেমে পড়েছেন ভারতীয় প্রযুক্তিবিদরা। ISRO সঙ্গে হাত গুগল ম্যাপের মেড ইন ইন্ডিয়া ভার্সন তৈরি করছে MapMyIndia।
ইতিমধ্যে কেন্দ্রের মহাকাশ গবেষণা বিষয়ক মন্ত্রকের সঙ্গে এই সমঝোতা স্বাক্ষর করেছে ম্যাপমাইইন্ডিয়া সংস্থা সিইও ও এক্সিকিউটিভ ডিরেক্টর রোহন ভর্মা।
দেশের রাস্তাঘাটের ঠিকানা পেতে গুগল নির্ভরতা কাটাতে চায় ভারত। ম্যাপমাইইন্ডিয়া সংস্থার সিইও রোহন ভর্মা জানান, আত্মনির্ভর ভারত প্রকল্পে ইসরোর সঙ্গে হাত মিলিয়ে এই উদ্যোগ নতুন মাইলস্টোন হতে চলেছে। তিনি জানিয়েছেন, গুগল ম্যাপের থেকেও কার্যকরী হবে তাঁদের অ্যাপ। এর জন্য ইসরোর থেকে উপগ্রহ চিত্র, পৃথিবী পরিদর্শনের একগাদা তথ্য জোগাড় করছে সংস্থাটি।
গুগল ম্যাপে সম্প্রতি ভারতের মানচিত্র বিকৃত করার অভিযোগ উঠেছিল। রোহন ভর্মা বলছেন, তাঁদের তৈরি দেশি মানচিত্র-অ্যাপ এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবে। সরকার নির্ধারিত সীমানাকেই মান্যতা দেওয়া হবে বলে জানান তিনি।