scorecardresearch
 
Advertisement
টেক

সস্তায় 5G স্মার্টফোন খুঁজছেন? রইল OPPO-Vivo-Redmi সহ একগুচ্ছ অপশন

প্রতীকী ছবি
  • 1/11

নতুন 5G ফোন কেনার কথা ভাবছেন, কিন্তু বাজেট কম? এই প্রতিবেদনে এমন কিছু 5G ফোনের কথা বলা হবে যেগুলি খুব কম দামে আপনারা কিনতে পারবেন। সঙ্গে রয়েছে আকর্ষণীয় ফিচার্স। তাতে রয়েছে Top 5 Cheapest 5G Phone-এর বিষয়ে 

প্রতীকী ছবি
  • 2/11

OPPO A53s 5G - এই স্মার্টফোনটিতে রয়েছে 6.52-inch HD+ ডিসপ্লে। তাছাড়াও রয়েছে MediaTek Dimensity 700 প্রসেসার। ফোনটিতে রয়েছে 8GB RAM এবং 128GB স্টোরেজ। এই ফোনের ক্যামেরা 3MP + 2MP + 2MP এবং সামনে 8MP। 
 

প্রতীকী ছবি
  • 3/11

স্মার্টফোনটির ব্যাটারি 5000mAh। স্মার্টফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়ান্টের দাম 15,990 টাকা। ইউপিআই ট্রানজাকশানের মাধ্যমে 750 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া রয়েছে এক্সচেঞ্জ ও ইএমআই-এর সুবিধাও। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/11

Poco M3 Pro 5G - যাঁরা সস্তায় 5G ফোন চাইছেন তাঁদের কাছএ এটি ভাল অপশান। এর প্রসেসার MediaTek Dimensity 700। রয়েছে 6GB পর্যন্ত RAM ও 128GB পর্যন্ত স্টোরেজ। এর ট্রিপল রিয়ার ক্যামেরা হল 48MP + 2MP + 2MP। আর সামনে রয়েছে 8MP ক্যামেরা। 
 

প্রতীকী ছবি
  • 5/11

এটিতে রয়েছে 6.5-inch Full HD+ স্ক্রিন। Flipkart 13,499 টাকায় পাওয়া যাচ্ছে ফোনটি। এই দামে ফোনটির 4GB RAM + 64GB ভ্যারিয়ান্টটি পাওয়া যাচ্ছে। ইউপিআই ট্রানজাকশানের মাধ্যমে এই ফোনটিতেও 750 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। তাছাড়া রয়েছে এক্সচেঞ্জ ও ইএমআই-এর সুবিধাও।
 

প্রতীকী ছবি
  • 6/11

Poco M4 Pro 5G - এই স্মার্টফোনটিও সম্প্রতি লঞ্চ হয়েছে। এটিতে রয়েছে  6.6-inch  Full HD+ স্ক্রিন ও MediaTek Dimensity 810 প্রসেসার। এতে রয়েছে 4GB RAM, 6GB RAM ও 8GB RAM এবং  64GB ও 128GB স্টোরেজের অপশান। 

আরও পড়ুনআনিস-মৃত্যুতে প্রথম অ্যারেস্ট, ধৃত হোমগার্ড-সিভিক ভলান্টিয়ার

প্রতীকী ছবি
  • 7/11

হ্যান্ডসেটটিতে 50MP + 8MP-র ডুয়াল রিয়ার ক্যামেরা সেট-আপ রয়েছে। আর সেলফির জন্য রয়েছে 16MP ক্যামেরা। ফোনটির ব্যাটারি 5000mAh। ফ্লিপকার্টে ফোনটি 14,999 টাকায় কেনা যাবে। আর এসবিআই-এর কার্ডে এক হাজার টাকার ছাড়ও মিলবে। 

Advertisement
প্রতীকী ছবি
  • 8/11

Redmi Note 10T 5G - এই স্মার্টফোনে রয়েছে 6.5-inch Full HD+ স্ক্রিন ও  MediaTek Dimensity 700 প্রসেসার। এতে রয়েছে 4GB ও 6GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ অপশান। 

 

আরও পড়ুনআইনজীবীরা কালো রঙের কোট-ই কেন পরেন? জানুন

প্রতীকী ছবি
  • 9/11

ডিভাইসটিতে 48MP + 2MP + 2MP ক্যামেরা সেট-আপ রয়েছে। আর সামনে রয়েছে 8MP ক্যামেরা। এর ব্যাটারি 5000mAh। ফোনটিতে রয়েছে চারটি রঙের অপশান। Flipkart-এ 15,130 টাকায় পাওয়া যাচ্ছে ফোনটি।  

প্রতীকী ছবি
  • 10/11

Vivo T1 5G - এই ফোনের স্ক্রিন 6.58-inch Full HD+। রয়েছে  Qualcomm Snapdragon 695 প্রসেসার। হ্যান্ডসেটটির RAM 4GB, 6GB ও 8GB। 128GB পর্যন্ত রয়েছে স্টোরেজ অপশান। 

প্রতীকী ছবি
  • 11/11

এছাড়াও রয়েছে 50MP + 2MP + 2MP ট্রিপল রিয়ার ক্যামেরা। সামনে রয়েছ 16MP ক্যামেরা। Flipkart-এ বেস ভ্যারিয়ান্টটির দাম 15,990 টাকা। এছাড়া HDFC Bank-এর কার্ডে এক হাজার টাকার ছাড়ও পাওয়া যাচ্ছে।  
 

Advertisement