scorecardresearch
 
Advertisement
টেক

WhatsApp থেকে করোনা ভ্যাকসিনেশন সার্টিফিকেট ডাউনলোড করুন এইভাবে

WhatsApp-এর মাধ্যমে করোনা সার্টিফিকেট
  • 1/6

Corona ভ্যাকসিনেশনের সার্টিফিকেট এখন খুব প্রয়োজনীয়। দেশে বা বিদেশে কোথাও গেলে এই সার্টিফিকেট দেখাতে হচ্ছে। তবেই নির্দিষ্ট জায়গায় যাওয়ার ছাড়পত্র পাওয়া যাচ্ছে। এতদিন পর্যন্ত cowin অ্য়াপ বা আরোগ্য সেতু থেকে এই সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছিল। তবে  WhatsApp-এর মাধ্যমেও ডাউনলোড করা যাচ্ছে এই সার্টিফিকেট। 

WhatsApp-এর মাধ্যমে করোনা সার্টিফিকেট
  • 2/6

WhatsApp-থেকে করোনা ভ্যাকসিনেশনের সার্টিফিকেট ডাউনলোড করা খুব সোজা। MyGov করোনা হেল্পডেস্ক চ্যাটবোট ডাউনলোড করতে পারেন। গতবছর এই ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। আসুন দেখি কীভাবে WhatsApp-র মাধ্যমে Corona ভ্যাকসিনেশনের সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। 

WhatsApp-এর মাধ্যমে করোনা সার্টিফিকেট
  • 3/6

WhatsApp-র মাধ্যমে Corona ভ্যাকসিনেশনের সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে MyGov করোনা হেল্পডেস্ক WhatsApp নম্বর আপনার ফোনে সেভ করতে হবে। সেই নম্বরটি হল- ৯০১৩১৫১৫১৫। নম্বর সেভ করার পর WhatsApp- খুলুন। 

Advertisement
WhatsApp-এর মাধ্যমে করোনা সার্টিফিকেট
  • 4/6

এরপর চ্যাট লিস্টে গিয়ে কন্ট্যাক্ট সার্চ করুন। সার্চে পেয়ে যাওয়ার পর সেখানে চ্যাটবক্সে Download Certificate টাইপ করুন। 
 

WhatsApp-এর মাধ্যমে করোনা সার্টিফিকেট
  • 5/6

টাইপ করলেই WhatsApp- আপনার রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে একটি OTP পাঠাবে। OTP পাওয়ার পর তা Enter করুন। 

WhatsApp-এর মাধ্যমে করোনা সার্টিফিকেট
  • 6/6

এরপরই আপনাকে Certificate পাঠিয়ে দেবে WhatsApp। সেটিকে ডাউনলোড করে নিন। যদি এই নিয়ম মেনেও WhatsApp থেকে Certificate না পান, তাহলে আরোগ্য সেতু বা কোউইন অ্যাপ থেকেও সার্টিফিকেট আপনি নাও পেতে পারেন। 

Advertisement