দেশের বৃহত্তম রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) গ্রাহকদের আগাম সতর্ক করেছে। আজ বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের সমস্ত অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা!
স্টেট ব্যাঙ্ক (SBI) তার গ্রাহকদের একটি টুইট বার্তায় জানিয়েছে যে, ৬ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের সমস্ত অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা!
We request our esteemed customers to bear with us as we strive to provide a better Banking experience.#InternetBanking #YONOSBI #YONO #ImportantNotice pic.twitter.com/yO7UDdXuEG
— State Bank of India (@TheOfficialSBI) August 4, 2021
স্টেট ব্যাঙ্কের (SBI) ওই টুইট অনুযায়ী, ৬ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত ওই কয়েক ঘণ্টা SBI YONO Application, Net Banking এবং UPI পরিষেবা— সবটাই বন্ধ থাকবে।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ৬ আগস্ট রাত ১০টা বেজে ৪৫ মিনিট থেকে ৭ আগস্ট রাত ১টা বেজে ১৫ মিনিট পর্যন্ত স্টেট ব্যাঙ্কের (SBI) YONO Application, Net Banking এবং UPI পরিষেবার প্রযুক্তিগত ও গুণমানগত আপগ্রেডেশন করা হবে।
ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার মান আরও উন্নত করতে আপগ্রেডেশন করা হচ্ছে। তাই ৬ আগস্ট রাত ১০টা বেজে ৪৫ মিনিট থেকে ৭ আগস্ট রাত ১টা বেজে ১৫ মিনিট পর্যন্ত ১৫০ মিনিটের জন্য বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের সমস্ত অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা!
এর আগেও স্টেট ব্যাঙ্কের (SBI) ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার মান বাড়াতে সিস্টেম আপগ্রেডেশন করা হয়। এর আগে গত ১০ ও ১১ জুলাই মিলিয়ে মোট ৯০ মিনিট এবং গত ১৬ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত বেশ কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল স্টেট ব্যাঙ্কের (SBI) ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা।
দেশজুড়ে স্টেট ব্যাঙ্কের (SBI) ২২ হাজারেরও বেশি শাখা আর প্রায় ৫৮ হাজার ATM রয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, স্টেট ব্যাঙ্কের (SBI) ইন্টারনেট ব্যাঙ্কিং গ্রাহক সংখ্যা সাড়ে ৮ কোটি এবং প্রায় ২ কোটি মোবাইল ব্যাংকিং ব্যবহারকারী রয়েছে।
৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, দেশজুড়ে স্টেট ব্যাঙ্কের (SBI) UPI ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে ১৩ কোটি। এই বিপুল সংখ্যক গ্রাহককে উন্নত মানের ব্যাঙ্কিং পরিষেবা দিতেই আজ রাত ১০টা বেজে ৪৫ মিনিট থেকে ৭ আগস্ট রাত ১টা বেজে ১৫ মিনিট পর্যন্ত ১৫০ মিনিটের জন্য বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের সমস্ত অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা!