scorecardresearch
 
Advertisement
টেক

গ্রাহকদের জন্য বিরাট লাভ! জানুন Jio-র লাভজনক এই প্ল্যানটি সম্পর্কে

গ্রাহকদের জন্য
  • 1/6

গ্রাহকদের জন্য সম্প্রতি জিও নো ডেইলি ডেটা লিমিট প্যাক নিয়ে এসেছে। এই প্যাকের মধ্যে সবথেকে কম রিচার্জ প্ল্যানটি গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে। জানুন সেটা সম্পর্কে

জিও সম্প্রতি নো
  • 2/6

জিও সম্প্রতি নো ডেইলি ডেটা লিমিটের অধীনে ১২৭ টাকার একটি প্ল্যান এনেছে। সংস্থার এই প্যাকে এটাই সবথেকে কম টাকার মধ্যে। জানুন এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত

এই প্ল্যানের মেয়াদ ১৫
  • 3/6

এই প্ল্যানের মেয়াদ ১৫ দিন। সেই সঙ্গে থাকে আনলিমিটেড কল। পাশাপাশি ১২ জিবি করে ডেটা দেওয়া হয়। কোনও দৈনিক সীমা থাকে না এই প্ল্যানে। 

Advertisement
তবে ১২ জিবি
  • 4/6

তবে ১২ জিবি ডেটা শেষ হওয়ার পরেও আপনি চাইলে আরও ডেটা ব্যবহার করতে পারেন। এর জন্য গ্রাহকদের আলাদা টাকা দিতে হয় না। তবে এই অতিরিক্ত এই ডেটার গতি অনেক কম হয়। 

এই প্ল্যানে ১০০টি
  • 5/6

এই প্ল্যানে ১০০টি করে মেসেজ। পাশাপাশি JioTV, JioCinema, JioNews, JioSecurity এবং JioCloud অ্যাপগুলির বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হয়।
 

এর পাশাপাশি ১২৯ টাকার
  • 6/6

এর পাশাপাশি ১২৯ টাকার আরেকটি রিচার্জ অফার এনেছে জিও।  এতে ২ জিবি করে ডেটা মেলে। এই বৈধতা ২৮ দিনের।

Advertisement