scorecardresearch
 
Advertisement
টেক

১ জুন থেকে গুগলের ছবি নিলে দিতে হবে দাম?

গুগল ছবি
  • 1/6

Google Photos ফিচার অনেকেই ব্যবহার করে থাকেন। ১ জুন থেকে এই ফোটো ব্যবহারের জন্য টাকা লাগবে। এই জল্পনা শুরু হয়েছে। কিন্তু, তা সর্বাংশে সত্যি নয়। 

গুগল ছবি
  • 2/6

Google Photos-এর একটি পরিষেবা রয়েছে। যাকে আপনি অ্যাপ হিসেবে ব্যবহার করতে পারবেন। এই পরিষেবা নিলে জিমেল ক্লাউডে কিছুটা জায়গা দেওয়া হয়। যেখানে ছবি ও ভিডিও জমিয়ে রাখা সম্ভব। তার মানে ছবি ও ভিডিওর ব্যাকআপ নিয়ে স্টোরেজে সেভ করা যেতে পারে। 

গুগল ছবি
  • 3/6

এতদিন পর্যন্ত গুগল ফোটো বা ভিডিওর জন্য আলনিমিটেড স্টোরেজ পাওয়া যেত। অর্থাৎ যতখুশি ছবি বা ভিডিও স্টোরেজে রাখা যেত। যদিও অরিজিনাল ছবির ব্যাক আপ রাখার জন্য এখনও টাকা দিতে হয়। টাকার বিনিময়ে আনলিমিটেড স্টোরেজও পাওয়া যায়। 

Advertisement
গুগল ছবি
  • 4/6

১ জুন থেকে আনলিমিটেড জায়গা দেওয়া প্রক্রিয়া বন্ধ করছে। এবার থেকে ইউজাররা শুধু ১৫ জিবি জায়গা পাবেন। তার বেশি পেচে হলে টাকা দিতে হবে। 

গুগল ছবি
  • 5/6

যদি ১৫ জিবি জায়গাতে আপনার না হয়, সেক্ষেত্রে Google One প্ল্যান কিনতে হবে। যেমন আপনি যদি ১০০ জিবি ক্লাউড স্টোরেজ কেনেন, তাহলে বছরে ১৩০০ টাকা দিতে হবে। আবার ২০০ জিবির জন্য লাগবে ২১০০ টাকা। 

গুগল ছবি
  • 6/6

প্রসঙ্গত, এই চার্জ কেবল নতুন ফটো-ভিডিও সেভ করার জন্য। অর্থাৎ আপনার পুরনো ফটো-ভিডিও আগের মতোই সেভ থাকবে।

Advertisement