scorecardresearch
 
Advertisement
টেক

বদলে যাবে গুগল! নতুন ফিচার নিয়ে আসছে Android 12

Google IO 2021
  • 1/7

এবার বদলে যাচ্ছে গুগল। বদল আসতে চলেছে দেখনদারিতে। রীতিমতো খোলনলচে বদলে যেতে চলেছে আপনার ফোনেও। মঙ্গলবার বিশ্বব্যাপী আয়োজিত গুগল আইও ২০২১ অনুষ্ঠান থেকে এমন বার্তাই দিয়েছেন সংস্থা প্রধান সুন্দর পিচাই।

Google IO 2021
  • 2/7

ভার্চুয়াল মাধ্যমের এই অনুষ্ঠানে একগুচ্ছ ভবিষ্যৎ প্রযুক্তি তুলে ধরেছেন তিনি। সেখানেই এই গুগলের রূপ বদলের কথা জানিয়েছেন সুন্দর। যেখানে Android 12 নিয়ে আসছে নানা অত্যাধুনিক ফিচার।
 

Google IO 2021
  • 3/7

আপনার ফোনকে স্মার্ট থেকে স্মার্টেস করতেই এই প্রযুক্তি আনা হচ্ছে। অ্যান্ড্রয়েডের এই নতুন ভার্সানটিতে তথ্য সুরক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। Android 11- এর কিছুটা আপডেট রয়েছে।

Advertisement
Google IO 2021
  • 4/7

জানা গিয়েছে, ব্যবহারকারীর অনুমতি না নিয়ে কোনও অ্যাপ্লিকেশন গোপনে লোকেশন ট্র্যাক করতে পারবে না। এমনটি স্পর্শকাতর তথ্য নেওয়ার ক্ষেত্রেও নিতে হবে ইউজারের অনুমতি।

Google IO 2021
  • 5/7

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই), বিভিন্ন গুগল পরিষেবা, সফ্টওয়ার- নতুন প্রযুক্তি আসছে সবকটিতেই। তবে Android 12 যা প্রাধান্য পাবে তা হল- Privacy Dashboard এবং  Private Compute Core features। ফোনের ক্যামেরা, মাইক্রোফোন এবং লোকেশন এই গোপনীয় তথ্য যাতে বেহাত না হয় সেদিকেই লক্ষ্য রাখা হয়েছে।

Google IO 2021
  • 6/7

ভিজ্যুয়াল ডিজাইন থেকে শুরু করে পার্সোনালাইজড কালার প্যালেট এবং নতুন উইজেট- ব্যবহারকারীর পছন্দকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। থাকবে নতুন ফ্লুইড মোশান ও অ্যানিমেশন। বদল করা হয়েছে সিস্টেম স্পেসও। 

Google IO 2021
  • 7/7

ব্যবহারকারীর অনুমতি না নিয়ে সিস্টেমে বসে কোন অ্যাপ্লিকেশন ফোনের কী কী ব্যবহার করছে তাঁর বিস্তারিত তথ্য এবার থেকে থাকবে আপনার হাতেই। সুরক্ষা ফাঁস নিয়ে এর আগে অনেক সমস্যায় পড়তে হয়েছে গুগলকে। সেই সব রোগের নিরাময় করেই ব্যবহারীকে হ্যাকারের হাত থেকে রক্ষা করার লক্ষ্য নিয়েই আসছে গুগলের Android 12 Version.

Advertisement