scorecardresearch
 
Advertisement
টেক

কড়া হচ্ছে Facebook! রাজনৈতিক গ্রুপের কন্টেন্ট আসবে না নিউজ ফিডে, জানুন নয়া নীতি

ফেসবুক কর্তৃপক্ষ
  • 1/6

ফেসবুকে রাজনৈতিক গ্রুপগুলির বিরুদ্ধে এবার কঠোর হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এই গ্রুপগুলির বিরুদ্ধে একাধিকবার ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছে। ফলে এই গ্রুগুলোর কোনও কনটেন্ট ইউজারদের নিউজ ফিডে আসবে না। কোনও গ্রাহকের কাছে রাজনৈতিক গ্রুপের জন্য recommend করা সম্পূর্ণ বন্ধ হতে চলেছে। (সব ছবি- ইন্ডিয়া টুডে)
 

জুকেরবার্গ জানান,
  • 2/6

গত বছর অক্টোবর মাসে এই পদক্ষেপের কথা জানিয়েছিল মার্ক জুকেরবার্গ। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের আগে সেখানে রাজনৈতিক গ্রুগুলির বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছিল। কিন্তু এখন জুকেরবার্গ জানান, এই নিয়ম শুধুমাত্র আমেরিকায় নয়, এখন গোটা বিশ্বেই চালু করতে চলেছেন তারা।
 

মার্কিন এক সেনেটর
  • 3/6

সম্প্রতি মার্কিন এক সেনেটর ইউি মার্কে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি লেখেন। সেখানে তিনি জিজ্ঞাসা করেন, ফেসবুকে এতো কড়া নিয়মের পরেও আমেরিকায় ভুয়ো খবর ছড়িয়ে হিংসার মতো ঘটনা ঘটেছে নির্বাচনকে ঘিরে। উত্তরে মার্ক জুকেরবার্গ জানান তারা এ বিষয়ে কাজ করছেন।

Advertisement
ভুয়ো খবর ছড়ানো
  • 4/6

বিভিন্ন স্বশাসিত সংস্থা ও সংগঠন ফেসবুক কর্তৃপক্ষের কাছে এবিষয়ে অভিযোগ জানিয়েছে। তাদের দাবি, ফেসবুকে রাজনৈতিক দলের গ্রুপগুলি থেকেই বেশি পরিমাণে ভুয়ো খবর ছড়ানো হয়ে থাকে।
 

 ফেসবুক কর্তৃপক্ষ
  • 5/6

প্রসঙ্গত, আমারদের সকলের নিউজ ফিডে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্ট করা ভিডি, লেখা, ছবি ইত্যাদি আসে। ফেসবুক কর্তৃপক্ষের কথা অনুযায়ী এবার সেই সব গ্রুপগুলো বিরুদ্ধে কড়া হতে চলেছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক
  • 6/6

তবে কবে থেকে এ নিয়ম চালু হবে, কীভাবে নিয়মটি ধাপে ধাপে রূপায়িত করা হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি। আমাদের দেশেও রাজনৈতিক গ্রুপগুলির বিরুদ্ধে ভুয়ো খবর ও উস্কানিমূলক কথাবার্তার অভিযোগ অনেকবার উঠেছে। এবার ফেসবুক এ বিষয়ে কী করে সেটাই এখন দেখার।

Advertisement