scorecardresearch
 
Advertisement
টেক

TikTok-র পরে এবার ভারতে সম্পূর্ণ নিষিদ্ধ হতে পারে PUBG, শুরু জল্পনা

PUBG
  • 1/7

PUBGপ্রেমীদের খারাপ খবর। সম্ভবত ভারতে পুনরায় লঞ্চ হওয়ার কোনও সম্ভবনাই নেই PUBG Mobile India। টিকটকের পরে মনে করা হচ্ছে পুরোপুরি এই PUBGর উপরে নিষেধাজ্ঞা চাপানো হতে পারে। 
 

এই গেমের অনুমতি দেয়নি
  • 2/7

ভারতের লঞ্চকরার জন্য সম্পূর্ণ নতুন অবতারে হাজির হয়েছিল PUBG। নতুন নাম দেওয়া হয়েছিল PUBG Mobile India। কিন্তু কেন্দ্রীয় সরকারের তথ্য সম্প্রচার ও প্রযুক্তি মন্ত্রক এখনও এই গেমের অনুমতি দেয়নি।

আরটিআইও হয়েছিল
  • 3/7

এই গেমটি লঞ্চ নিয়ে দুটি আরটিআইও হয়েছিল। সেখানে কেন্দ্রীয় সরকারের তথ্য সম্প্রচার ও প্রযুক্তি মন্ত্রক জানিয়ে দেয়, এখনও পর্যন্ত তারা এই সংস্থা অ্যাপ, ওয়েবসাইট কিংবা অন্য কোনও পরিষেবা চালু করার বিষয়ে ভাবেনি।

Advertisement
নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার
  • 4/7

ইতিমধ্যে টিকটকে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। ফলে এই সম্পূর্ণ নিষেধাজ্ঞার ধাক্কা এবার পাবজিতে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

ভারতীয় গেমাররা
  • 5/7

ইতিমধ্যে পাবজি ফের ফিরতে পারে বলে আসায় ছিলেন ভারতীয় গেমাররা। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেই আশার সম্ভাবনা খুবই কম।

পাবজি কর্তারাও
  • 6/7

জানা যাচ্ছে, পুরো বিষয়টি ঘিরে দোলাচলে রয়েছে পাবজি কর্তারাও। তারাও বুঝতে পারছেন না কোন দিকে যাবেন। ইতিমধ্যে ভারতে কয়েককোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছিল সংস্থাটি।

 FAUG
  • 7/7

২৬ তারিখ মুক্তি পেয়েছে FAUG। গেমটিকে পাবজির সমতুল্য বলা হলেও এখন ব্যাটল ব়য়্যাল মুড ও মাল্টিপ্লেয়ার মুডই চালু হয়নি। ফলে ভারতীয় গেমারদের একাংশ হতাশ এই গেমটি নিয়েও।

Advertisement