scorecardresearch
 
Advertisement
টেক

তালিবানদের বিরুদ্ধে Facebook! আফগানদের সাহায্যে নিল এই পদক্ষেপ

আফগানিস্তানের
  • 1/6

আফগানিস্তানের বাসিন্দাদের সাহায্যের জন্য এবার এগিয়ে এল ফেসবুক কর্তৃপক্ষ। তালিবান শাসনে আসার পরেই আফগানারা সেদেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে গিয়েছেন। এই অবস্থায় জরুরি ভিত্তিতে সাহায্যের ঘোষণা করল ফেসবুক।
 

জনপ্রিয় এই
  • 2/6

জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন একটি ফিচার তারা এনেছে আফগানিস্তানের জন্য। এতে কোনও ব্যবহারকারী দ্রুত তাঁর ফেসবুক অ্যাকাউন্ট লক করতে পারবেন।

এর সুবিধা
  • 3/6

এর সুবিধা হবে যে, ওই ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়ায় বন্ধুতালিকায় যাঁরা নেই, তাঁরা তাঁর কোনও ছবি ডাউনলোড কিংবা পোস্ট দেখতে পারবেন না। 

Advertisement
প্রসঙ্গ
  • 4/6

প্রসঙ্গত, আফগানিস্তান দখলের পরে দেশের নাগরিকদের ডিজিটাল তথ্যও তালিবানদের হাতে এসে গিয়েছে। এই অবস্থায় তালিবানদের বিরোধী সোশ্যাল মিডিয়া পোস্ট যাঁরা করেছিলেন, তাঁরা এখন আতঙ্কে রয়েছেন।

সেই সব
  • 5/6

সেই সব নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নিয়েছে ফেসবুক। পাশাপাশি আফগানিস্তানের অনেক মানবধিকার ও সামাজিক সংগঠনও কাজ করেছে। তাঁদের নিরাপত্তার দিকটিও ভেবেছে ফেসবুক।

ইতিমধ্যে ফেসবু
  • 6/6

ইতিমধ্যে ফেসবুক কড়া বার্তাও দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় তালিবানদের সমর্থনে পোস্ট হলে সেই অ্যাকাউন্টটি ব্যান করা হবে। 

Advertisement