আফগানিস্তানের বাসিন্দাদের সাহায্যের জন্য এবার এগিয়ে এল ফেসবুক কর্তৃপক্ষ। তালিবান শাসনে আসার পরেই আফগানারা সেদেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে গিয়েছেন। এই অবস্থায় জরুরি ভিত্তিতে সাহায্যের ঘোষণা করল ফেসবুক।
জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন একটি ফিচার তারা এনেছে আফগানিস্তানের জন্য। এতে কোনও ব্যবহারকারী দ্রুত তাঁর ফেসবুক অ্যাকাউন্ট লক করতে পারবেন।
এর সুবিধা হবে যে, ওই ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়ায় বন্ধুতালিকায় যাঁরা নেই, তাঁরা তাঁর কোনও ছবি ডাউনলোড কিংবা পোস্ট দেখতে পারবেন না।
প্রসঙ্গত, আফগানিস্তান দখলের পরে দেশের নাগরিকদের ডিজিটাল তথ্যও তালিবানদের হাতে এসে গিয়েছে। এই অবস্থায় তালিবানদের বিরোধী সোশ্যাল মিডিয়া পোস্ট যাঁরা করেছিলেন, তাঁরা এখন আতঙ্কে রয়েছেন।
সেই সব নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নিয়েছে ফেসবুক। পাশাপাশি আফগানিস্তানের অনেক মানবধিকার ও সামাজিক সংগঠনও কাজ করেছে। তাঁদের নিরাপত্তার দিকটিও ভেবেছে ফেসবুক।