ইউটিউব দেখতে দেখতে অনেক ভিডিও পছন্দ হয়। কিন্তু ইউটিউব থেকে কোনও ভিডিও ফোনে সরাসরি ডাউনলোড করা যায় না। তবে অফলাইনে অ্যাড করা যায়। সেটাওর নির্দিষ্ট মেয়াদ থাকে। তবে এখন ইউটিউব সব ভিডিও অফলাইনে যুক্ত করার অনুমতিও দেয় না।
তবে ইউটিউবের ভিডিও চাইলে মোবাইলে ডাউনলোড করা সম্ভবত। এর জন্য বহু থার্ড পার্টি অ্যাপ এবং ওয়েবসাইট রয়েছে। সেখানে যে ভিডিওটি ডাউনলোড করার ইচ্ছা রয়েছে, সেটির লিঙ্ক দিলেই ভিডিও ডাউনলোড হতে শুরু করবে।
ইউটিউব ভিডিও ডাউনলোডের জন্য নির্ভরযোগ্য অ্যাপগুলির মধ্যে একটি হল NewPipe। তবে এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে না। এর ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে। ডাউনলোডের পদ্ধতি একেবারেই সহজ। লিঙ্ক দিলেই ভিডিও ডাউনলোড হতে শুরু করবে।
SSyoutube, Y2Mateএর মতো ওয়েবসাইট থেকেও সহজে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। পদ্ধতি একেবারে আগের মতোই। লিঙ্ক দিলেই ইউটিউব মোবাইলে ডাউনলোড হয়ে যায়।
তবে এসব ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে সতর্কতা মানতে হয়। ভিডিও ডাউনলোডের জন্য প্রচুর অ্যাপ ও ওয়েবসাইট রয়েছে। যেগুলো অধিকাংশই ভুয়ো। সেগুলি থেকে সাবধান থাকা উচিত।