ফোনের বিবিধ তথ্য সংগ্রহ করে রাখে গুগল। গুগল পরিষেবা দেওয়ার আগে ব্যবহারকারীদের অনুমতিও নেয়। গুগল ঠিক কী কী তথ্য সংগ্রহ করে রাখে? ব্রাউজার ও ইউটিউবে আপনি কী বিষয়ে ঘাঁটাঘাঁটি করছেন সেই তথ্য থাকে গুগলের কাছে।
আপনার ফোন নম্বর, অ্যাপ, কোন ওয়েবসাইটে গিয়ে কী করেছেন, সেই সব তথ্য দেখতে পারে গুগল। কোথায় কোথায় আপনি গিয়েছেন, সেটা সংরক্ষণ করে রাখে। লোকেশন ট্র্যাকিংয়ে কোন জায়গায় কত সময় কাটিয়েছেন, সেই তথ্যও জানতে পারে গুগল। কত দূর হেঁটেছেন, কতক্ষণ দূর বাসে বা গাড়িতে ছিলেন- সে সব তথ্যও। ক্রেডিট কার্ড, ইমেলের পাসওয়ার্ডও সেভ করে রাখে গুগল।
কীভাবে জানবেন কী কী তথ্য রয়েছে গুগলের কাছে? প্রথমে জি মেইল লগ ইন করুন। গুগল অ্যাকাউন্টে যান। কম্পিউটার থেকে লগ ইন করলে ডেটা ও প্রাইভেসি বিকল্প দেখতে পাবেন।
নীচে স্ক্রোল করলে পাবেন সমস্ত তথ্য। My Activity অপশনে ক্লিক করুন। এখানে Maps Timeline আর Youtube Watch and Search history দেখতে পাবেন।
My Google Activity-তে গেলে জানতে পারবেন কবে আপনি কী সার্চ করেছেন। তা বন্ধও করতে পারেন। বন্ধ করলেও আপনি দেখতে পাবেন না।