scorecardresearch
 
Advertisement
টেক

Google Maps-এ নিজের বাড়ি, দোকান দেখতে চান? রইল উপায়

গুগল ম্যাপস
  • 1/6

আজকের দিনে Google Maps খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। যে কোনও গন্তব্যে যাওয়ার জন্য এই ম্যাপ খুব কাজে দেয়। যে কোনও বাড়ি, দোকান বা অফিস এই ম্যাপে সার্চও করা যায়। ওলা, উবেরের মতো সংস্থা এই ম্যাপের সাহায্য নিয়ে থাকে। 

গুগল ম্যাপস
  • 2/6

এখন আপনি ভাবতেই পারেন, কীভাবে Google Maps-এ সব জায়গা দেখা যায়। এই প্রসঙ্গে আপনার জেনে রাখা ভালো, Google Maps-এ আপনি যে কোনও জায়গা যুক্ত করতে পারবেন। সবথেকে বড় ব্যাপার হল আপনার বাড়ি বা দোকানও এখানে অ্যাড করতে পারবেন। 

গুগল ম্যাপস
  • 3/6

কীভাবে? এই প্রতিবেদনে বলা স্টেপগুলো ফলো করলেই আপনি নিজের বাড়ি বা দোকান Google Maps-এ অ্যাড করতে পারবেন। সেজন্য আপনাকে প্রথমেই GPS অন করতে হবে। এরপর Google Maps আপনার কাছে অনুমতি চাইবে। সেই অনুমতির অনুরোধে আপনাকে সম্মতি দিতে হবে। মোবাইল বা ল্যাপটপ যে কোনও সিস্টেমে আপনি করতে পারবেন। 

Advertisement
গুগল ম্যাপস
  • 4/6

এবার মিসিং প্লেস সার্চ করুন। সেখানে মিসিং প্লেসের অপশন পাবেন। সেটাকে পূরণ করে সাবমিট করুন। ফোনে করতে চাইলে Google Maps অ্যাপ ইনস্টল করতে হবে। এরপর Contribute এ গিয়ে Add a place-এ ক্লিক। তারপরই আপনার প্রয়োজনীয় জায়গা অ্যাড করতে পারবেন। 

গুগল ম্যাপস
  • 5/6

আইফোন বা আই প্যাডের মাধ্যমে অ্যাড করতে চাইলেও আপনাকে একই স্টেপ ফলো করতে হবে। 

গুগল ম্যাপস
  • 6/6

এরপর একটি মেইলে জানিয়ে দেওয়া হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার অ্যাড্রেসটি রিভিউ করে গুগল ম্যাপে যুক্ত করা হবে। যদিও ২৪ ঘণ্টার আগেই অ্যাড হয়ে যায়। 

Advertisement