এয়ারটেল (Airtel), জিও (Jio) এবং ভোডাফোন-আইডিয়া (Vodafone-Idea) বা ভি (VI)-এর ৫৬ দিনের বৈধতাওয়ালা বেশ কয়েকটি প্ল্যান রয়েছে। আর সবথেকে বড় কথা এর দাম বেশি না। এই প্ল্যানে পাওয়া যায় আনলিমিটেড কল, এসএমএস এবং স্ট্রিমিংয়ের সুবিধা।
আমরা সেই সব প্ল্যান নিয়েই কথা বলতে চাই। যে প্ল্যানের দাম ৫০০ টাকার কম, সেগুলো নিয়ে আলোচনা করব। আর ভ্যালিডিটি তো বলাই হয়েছে, ৫৬ দিন।
জিও (Jio)-র ৩৯৯ টাকার প্ল্যান। দেখে নেওয়া যাক কী কী পাওয়া যায় এটি দিয়ে রিচার্জ করলে। এই প্ল্য়ান ব্য়বহারকারী রোজ দেড় জিবি করে ডেটা পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি হল ৫৬ দিন। আনলিমিটেড কম এবং দৈনিক ১০০টা করে এসএমএস পাওয়া যায়। এর পাশাপাশি আরও একটি সুবিধা পাওয়া যায়। সেটি হল জিও-র অ্যাপস নিখরচায় পাওয়া যায়।
জিও-র ৪৪৪ টাকার প্ল্যান। এখানে মেলে রোজ ২ জিবি ডেটা। এর সঙ্গে আনলিমিটেড কল আর রোজ ১০০ এসএমএস। এরও বৈধতা ৫৬ দিনের। জিওৃর অ্যাপের সুবিধা পাওয়া যাবে। তেমনই জিও-র ৫৯৮ টাকার প্রিপেড প্ল্যানও রয়েছে। সেখানে ৪৪৪ টাকার যে প্ল্যান রয়েছে, তার সব সুবিধা পাওয়া যাবে। এর পাশাপাশি পাওয়া যাবে ডিজনিপ্লাসহটস্টার (Diney+Hotstar)-এর ভিআইপি সাবস্ক্রিপশন নিতরচায় মিলবে।
এয়ারটেল (Airtel)-এর ৩৯৯ টাকার প্ল্যান। দেখে নিই এখানে কী কী সুবিধা পাওয়া যায়। এখানে দৈনিক দেড় জিবি করে ডেটা পাওয়া যায়। এর পাশাপাশি বাকিদের মতোই আনলিমিটেড কল করার সুযোগ পাওয়া যায়। এই প্ল্য়ানে গ্রাহক দিনে ১০০টি করে এসএমএস পান। বৈধতা ৫৬ দিনের। তবে এর পাশাপাশি আরও একটি সুবিধা গ্রাহক পেয়ে থাকেন। সেটি হল প্রাইম ভিডিও মোবাইল এডিশন, এয়ারটেল এক্সস্ট্রিম, উইঙ্ক মিউজিকের সাবস্ক্রিপশন দেওয়া হয়।
এয়ারটেল (Airtel)-এর ৪৪৯ টাকার প্ল্যানে দৈনে ২ জিবি করে ডেটা মেলে। এটিতে আগের প্ল্যানের মতো সব সুবিধা পাওয়া যায়।
ভোডাফোন-আইডিয়া (Vodafone-Idea) বা ভি (VI)-এর ৪৪৯ টাকার প্ল্যানে কী কী সুযোগ-সুবিধা রয়েছে, দেখে নেওয়া যাক। সেখানে পাওয়া যায় ডবল ডেটা। অর্থাৎ দৈনিক ৪ জিবি করে ডেটা পাওয়া যায়। আর আনলিমিটেড কল, ১০০ এসএমএসের সুবিদা তো রয়েছেই। এর সঙ্গে ভোডাফোন-আইডিয়া (Vodafone-Idea) বা ভি (VI)-এর দিচ্ছে উইকঅন্ড রোলওভার ডেটা এবং বিঞ্জে অলনাইট অফারও দেওয়া হয়।