OTP শব্দের সঙ্গে এখন অনেকেই পরিচিত। কোথাও নতুন অ্যাকাউন্ট খুলতে কিংবা লেনদেনের বিষয়ে OTP খুব কাজে লাগে। এর পুরো অর্থ ওয়ান টাইম পাসওয়ার্ড। এবার এই OTP বদলেই নতুন ধরনের সাইবার হানা শুরু হয়েছে। যা থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা।
নতুন এই সাইবার হানায়, হ্যাকাররা কাউকে প্রথমে টার্গেট করছে। সেখানে তার মোবাইলের OTP বদলে দিচ্ছে। ফলে হ্যাকারদের পাঠানো OTP সবাই ব্যবহার করছেন। এতে যাবতীয় তথ্য তাদের কাছে চলে যাচ্ছে।