scorecardresearch
 
Advertisement
টেক

কম্পিউটার স্লো হয়ে হ্যাং? রইল সহজ সমাধান

ডেস্কটপ
  • 1/6

ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করতে করতে একটা সময় স্লো হয়ে যায়। কাজ করতে খুবই অসুবিধা হয়। তাহলে কী করবেন? কী উপায়?
 

আপনার
  • 2/6

আপনার জন্য রইল সহজ উপায় যাতে আপনার কম্পিউটারে জায়গাও বাড়বে, পাশাপাশি চলবেও দ্রুত।
 

সবার আগে
  • 3/6

সবার আগে Command Prompt খুলতে হবে। তা খুলতে গেলে cmd বা Command Prompt সার্চ বারে লিখতে হবে। এরপর enter key প্রেস করুন।
 

Advertisement
এরপর
  • 4/6

এরপর Command Prompt App খুলবে। কম্পিউটারে অনেক টেম্পোরারি ফাইল জমে যায়। যেগুলি স্লো সিস্টেমকে করে দেয়। তারজন্য Command Prompt-এ গিয়ে %SystemRoot%\explorer.exe %temp%\ এটা লিখতে হবে। 
 

এরপর এক
  • 5/6

এরপর এক একটি সিলেক্ট করেও ডিলিট করতে পারেন। আবার Ctrl+A করে ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করতে পারেন। 
 

এতে আপনার
  • 6/6

এতে আপনার সিস্টেমের অপ্রয়জনীয় ফাইল ডিলিট হয়ে যাবে। খুব দ্রুতও চলবে।
 

Advertisement