ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করতে করতে একটা সময় স্লো হয়ে যায়। কাজ করতে খুবই অসুবিধা হয়। তাহলে কী করবেন? কী উপায়?
সবার আগে Command Prompt খুলতে হবে। তা খুলতে গেলে cmd বা Command Prompt সার্চ বারে লিখতে হবে। এরপর enter key প্রেস করুন।
এরপর Command Prompt App খুলবে। কম্পিউটারে অনেক টেম্পোরারি ফাইল জমে যায়। যেগুলি স্লো সিস্টেমকে করে দেয়। তারজন্য Command Prompt-এ গিয়ে %SystemRoot%\explorer.exe %temp%\ এটা লিখতে হবে।
এরপর এক একটি সিলেক্ট করেও ডিলিট করতে পারেন। আবার Ctrl+A করে ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করতে পারেন।