scorecardresearch
 
Advertisement
টেক

নম্বর সেভ না করেও কীভাবে WhatsApp-এ মেসেজ করবেন? জেনে নিন

দৈনন্দিন
  • 1/6

দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে হোয়াটসঅ্যাপ। ব্যবসা, চাকরি সমস্তকাজেই হোয়াটসঅ্যাপ ব্যবহার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অনেক সময় অচেনা মানুষকেও হোয়াটসঅ্যাপ করতে হয়। যে কারণে তাদের নম্বরও সেভ করতে হয়।
 

কাজ
  • 2/6

কাজ হয়ে গেলে তার নম্বর ডিলিট করতে হয়, নাহলে নম্বর থেকেই যায়। এই ঝামেলা এড়াতে রইল একটা সহজ পদ্ধতি। নম্বর সেভ না করেও কীভাবে হোয়াটসঅ্যাপ করা সম্ভব তাই জেনে নিন।
 

ফোনের
  • 3/6

ফোনের ব্রাউজার ওপেন করে http://wa.me/xxxxxxxxxx এভাবে নম্বর টাইপ করতে হবে। 
 

Advertisement
xxxxxxxxxx
  • 4/6

xxxxxxxxxx-র জায়গায় ১০ ডিজিটের নম্বরটি দিতে হবে। নম্বর যদি হয় 9876543210 তবে http://wa.me/9876543210 ব্রাউজারে লিখতে হবে। 

এরপর
  • 5/6

এরপর এন্টার করতে হবে। এরপর একটি পেজ ওপেন হবে। যার নম্বর দিয়েছেন তার সঙ্গে মেসেজ জারি রাখার জন্য অনুমতি চাওয়া হলে গ্রহণ করুন। 
 

এরপর
  • 6/6

এরপর ওই নম্বরে অনায়াসে চ্যাট করা যাবে। 
 

Advertisement