Advertisement
টেক

Signs of Phone Hacked: কোন ৫ লক্ষণে বুঝবেন ফোন হয়েছে হ্যাক? জেনে হন সাবধান

ফোন হ্যাক হয়ে যাওয়ার ঘটনা এখন আকছার ঘটে
  • 1/8

ফোন হ্যাক হয়ে যাওয়ার ঘটনা এখন আকছার ঘটে। আর ফোন একবার হ্যাক হয়ে গেলে সেখানে থাকা সব তথ্য ও ছবি পেয়ে যায় জালিয়াতরা। তারপর সেগুলি নিজেদের ইচ্ছে মতো করে ব্যবহার। 
 

ফোন হ্যাক হওয়ার পর আপনার ব্যাঙ্কের তথ্যও পেয়ে যেতে পারে জালিয়াতরা
  • 2/8

এছাড়া ফোন হ্যাক হওয়ার পর আপনার ব্যাঙ্কের তথ্যও পেয়ে যেতে পারে জালিয়াতরা। যার ফলে টাকা পয়সাও উবে যেতে পারে। তাই সাবধান হন।

ফোন হ্যাক হয়ে গেলে বুঝবেন কীভাবে?
  • 3/8

এখন প্রশ্ন হল, ফোন হ্যাক হয়ে গেলে বুঝবেন কীভাবে? বিশেষজ্ঞদের মতে, সেটা খুব সহজেই বোঝা সম্ভব। এক্ষেত্রে ফোনে কিছু লক্ষণ ফুটে ওঠে। আসুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। 

Advertisement
ফোনের পারফরম্যান্স কমে গেলেও সাবধান হতে হবে
  • 4/8

ফোনের পারফরম্যান্স কমে গেলেও সাবধান হতে হবে। হঠাৎ করে অ্যাপ ফ্রিজ, অ্যার ক্র্যাশ হতে শুরু করলে সাবধান হন। এর পিছনে হ্যাকিং থাকতে পারে। 

এর পিছনেও থাকতে পারে হ্যাকিংয়ের সমস্যা
  • 5/8

ব্যাটারি হু হু করে কমছে? ফোন অহেতুক হচ্ছে গরম? এই সব প্রশ্নের উত্তর হ্যাঁ হলেও সাবধান হন। এর পিছনেও থাকতে পারে হ্যাকিংয়ের সমস্যা। 

বারবার পপ আপ উঠলে
  • 6/8

ফোনে বারবার পপ আপ উঠলেও ভাববেন কিছু একটা সমস্যা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রথমে বিশেষজ্ঞের পরামর্শ নিন। নইলে বড়সড় সমস্যা হতে পারে। 

ফোনে নিজের ইমেল খুলতে পারছেন না?
  • 7/8

ফোনে নিজের ইমেল খুলতে পারছেন না? অন্যান্য অ্যাকাউন্টে হঠাৎ ঢুকতে সমস্যা হচ্ছে? তাহলে সাবধান হন। কারণ, এমনটা হওয়ার পিছনেও থাকতে পারে হ্যাকিংয়ের সমস্যা।

Advertisement
তুন নতুন অ্যাপ ফোনে ইনস্টল হলে সাবধান হন
  • 8/8

নতুন নতুন অ্যাপ ফোনে ইনস্টল হলে সাবধান হন। সবার প্রথমে এই সব আপডেট আনইলস্টল করতে হবে। তারপর প্রয়োজন হলে বিশেষজ্ঞের নিন পরামর্শ। 

Advertisement