Advertisement
টেক

2026-এ বদলে যাচ্ছে WhatsApp, যুক্ত হচ্ছে এই নয়া ৫ ফিচার

WhatsApp
  • 1/6

২০২৬ সবে শুরু হয়েছে। চলতি বছরে WhatsApp-এ বেশ কিছু নতুন ফিচার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফিচারগুলিতে প্রাইভেসি আরও উন্নত হবে । এর মধ্যে রয়েছে কভার ইমেজ, লিঙ্ক প্রিভিউ এবং স্ট্যাটাস প্রাইভেট রাখার মতো নতুন অপশন।
 

WhatsApp
  • 2/6

হোয়াটসঅ্যাপ বর্তমানে এই ফিচারগুলি ইতিমধ্যেই টেস্টও করেছে। এমনকী কিছু বিটা ভার্সন ইউজার ইতিমধ্যেই এই ফিচার পেয়েও গিয়েছেন। শীঘ্রই এগুলি সমস্ত ভার্সনের জন্যও চালু করা হবে।  অ্যান্ড্রয়েড এবং iOS সকলের জন্যই এই ফিচার পাওয়া যাবে।
 

WhatsApp
  • 3/6

হোয়াটসঅ্যাপ কভার ছবি

কভার ফটো প্রাইভেসি ফিচারটি বর্তমানে হোয়াটসঅ্যাপ বিটাতে টেস্ট করা হচ্ছে। এই পরীক্ষাটি iOS 26.1.10.73 বিটাতে চলছে। এটি সফল হলে কভার ফটোতে এখন আরও উন্নত প্রাইভেসি থাকবে। যার ফলে WhatsApp ব্যবহারকারীরা সিদ্ধান্ত নিতে পারবেন কে ছবি দেখতে পারবে আর কে দেখতে পারবে না।

Advertisement
WhatsApp
  • 4/6

হোয়াটসঅ্যাপ স্টিকার সাজেশন

আইফোন ব্যবহারকারীদের জন্য একটি নতুন বিটা ভার্সন iOS 26.1.10.72-তে পরীক্ষা করা হচ্ছে। এটি iOS ব্যবহারকারীদের জন্য আরও সঠিক স্টিকার সাজেশন। যখনই ইমোজিগুলি দেখাবে তখনই অটোমেটিক ভাবে স্টিকার সাজেশনও আসবে।

WhatsApp
  • 5/6

লিঙ্ক প্রিভিউ

অ্যাপ স্টোরে iOS 26.1.74 আপডেট আসার পরে WhatsApp ব্যবহারকারীরা সহজেই লিঙ্ক প্রিভিউ পড়তে পারবেন। তবে, খুব লম্বা লিঙ্ক দেখানোর পরিবর্তে, হোয়াটসঅ্যাপ এখন শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য দেখায়। যেমন ছবি, ছোট বিবরণ ইত্যাদি।

WhatsApp
  • 6/6

স্ট্যাটাস ভিউয়ার শিটে আপডেট আসবে

স্ট্যাটাস প্রাইভেসি ইনফো ফিচারের মধ্যে স্ট্যাটাস ভিউয়ার্স শিটটি পাওয়া যাবে। ওভারফ্লো মেনু থেকে অডিয়েন্স অপশন খোলা যাবে। সেখান থেকে স্ট্যাটাস ভিউয়ার শিটের আপডেট পাওয়া যাবে। কারা স্ট্যাটাস দেখতে পাবেন তা আরও সুনির্দিষ্ট হবে।

Advertisement