Advertisement
টেক

Phone Network Issue: যখন-তখন ফোনে চলে যায় নেটওয়ার্ক? সমস্যা মেটান এই টিপসে

ফোন আমাদের প্রায় সর্বক্ষণের সঙ্গী
  • 1/8

ফোন আমাদের প্রায় সর্বক্ষণের সঙ্গী। এই গ্যাজেট ছাড়া আমাদের একটু সময়ও চলে না। 

অনেকেরই ফোনে ঠিকঠাক নেটওয়ার্ক থাকে না
  • 2/8

তবে মুশকিল হল, অনেকেরই ফোনে ঠিকঠাক নেটওয়ার্ক থাকে না। যার ফলে ফোন করতে এবং ইন্টারনেট ব্যবহারে হয় সমস্যা।
 

নেটওয়ার্কের সমস্যার সমাধান করা সম্ভব
  • 3/8

যদিও মাথায় রাখতে হবে কিছু ক্ষেত্রে নেটওয়ার্কের সমস্যার সমাধান করা সম্ভব। আর এক্ষেত্রে সার্ভিস সেন্টারে যাওয়ারও প্রয়োজন নেই।

Advertisement
নেটওয়ার্কের সমস্যা মেটানোর কয়েকটি রাস্তা জেনে নিন
  • 4/8

তাই আর সময় নষ্ট না করে ফোনে নেটওয়ার্কের সমস্যা মেটানোর কয়েকটি রাস্তা জেনে নিন।

এয়ারপ্লেন মোড অন করুন।
  • 5/8

এয়ারপ্লেন মোড অন করুন। তারপর আবার করুন অফ। এই কাজটা করলেই দেখবেন নেটওয়ার্ক চলে আসবে ফোনে।

এই সমস্যা সমাধানে রিস্টার্ট করুন ফোন
  • 6/8

এই সমস্যা সমাধানে রিস্টার্ট করুন ফোন। তাতে ফোনে কোনও সাময়িক সফটওয়্যার গ্লিচ থাকলে ঠিক হয়ে যাবে। 
 

নেটওয়ার্ক কভারেজ দেখতেও হবে
  • 7/8

নেটওয়ার্ক কভারেজ দেখতেও হবে। আপনি যেই ঘরে রয়েছেন, সেখানে অন্যদের ফোনে নেটওয়ার্ক আছে কি না দেখুন। না থাকলে যেখানে নেটওয়ার্ক রয়েছে, সেখানে যান।

Advertisement
সফটওয়্যারের সমস্যায় নেটওয়ার্ক চলে যায়
  • 8/8

অনেক সময় ফোনের সফটওয়্যারের সমস্যায় নেটওয়ার্ক চলে যায়। তাই সব কিছু চেষ্টা করার পরও সমস্যার সমাধান না হলে সার্ভিস সেন্টারে যান। তারাই সমস্যার সমাধান করে দেবে।

Advertisement