Advertisement
ইউটিলিটি

Honda Bikes Under 2 Lakh: ২ লাখ টাকার নিচে হোন্ডার সেরা ৫ বাইক, কোনটি পছন্দ দেখুন তো

Honda
  • 1/11

হোন্ডার বাইক মানেই রিলায়েবল ইঞ্জিন আর ডিসেন্ট লুক্স। ভারতে দুই চাকার বাজারে বছরের পর বছর রাজ করেছে Honda। আপনিও কি এই জাপানি সংস্থার বাইক পছন্দ করেন? তাহলে এই গ্যালারিটি অবশ্যই দেখুন।

হোন্ডা শাইন (Honda Shine)
  • 2/11

হোন্ডা শাইন (Honda Shine): দেশের অন্যতম জনপ্রিয় কমিউটার বাইক হোন্ডা শাইন। দাম শুরু ₹৭৮,৫৩৯ থেকে। রয়েছে ১২৩.৯৪ সিসি ইঞ্জিন, ১০.৭৪ পিএস শক্তি দেয় ৭৫০০ আরপিএম এ। রোজের যাতায়াতের জন্য আদর্শ। 

হোন্ডা শাইন (Honda Shine)
  • 3/11

সফ্ট সাসপেনশন, আরামদায়ক সিট আর চমৎকার মাইলেজই এর আসল শক্তি। ছ'টি রঙে পাওয়া যায়। পার্ল ব্ল্যাক, ডেসেন্ট ব্লু, ম্যাট গ্রে, জেনি গ্রে, রেড মেটালিক ও পার্ল সাইরেন ব্লু।

Advertisement
হোন্ডা এসপি ১২৫ (Honda SP 125)
  • 4/11

হোন্ডা এসপি ১২৫ (Honda SP 125): যাঁরা স্টাইলের সঙ্গে পারফরম্যান্স চান, তাঁদের জন্য হোন্ডা এসপি ১২৫ দুর্দান্ত অপশন। দাম ₹৯৪,০৬৯ থেকে শুরু। 

Honda SP 125
  • 5/11

১২৩.৯৪ সিসি ইঞ্জিন থেকে ১০.৮৭ পিএস পাওয়ার পাওয়া যায়। ৫ স্পিড গিয়ারবক্স, হালকা ওজনের বডি আর LED লাইটিং, সব মিলিয়ে এটি আধুনিক রাইডারদের জন্য বেশ ভাল।
 

হোন্ডা সিবি ১২৫ হর্নেট (Honda CB125 Hornet)
  • 6/11

হোন্ডা সিবি ১২৫ হর্নেট (Honda CB125 Hornet): একটু অ্যাগ্রেসিভ স্টাইল আর স্ট্রিট লুক পছন্দ করেন? সেক্ষেত্রে এই বাইকটি আপনার জন্য। দাম শুরু ₹১.০৩ লক্ষ থেকে।

Honda CB125 Hornet
  • 7/11

রয়েছে ১২৩.৯৪ সিসি ইঞ্জিন। ৫ স্পিড গিয়ারবক্স, ডিস্ক ব্রেক আর সেলফ স্টার্ট রয়েছে।
 

Advertisement
হোন্ডা সিবি ৩০০এফ (Honda CB300F)
  • 8/11

হোন্ডা সিবি ৩০০এফ (Honda CB300F): এটি ও পরের বাইকটি অনরোড একটু বেশিই পড়বে। তবে একটু প্রিমিয়াম ফিল চাইলে ভাল অপশন। দাম ₹১.৫৫ লক্ষ থেকে শুরু। 

হোন্ডা সিবি ৩০০এফ (Honda CB300F)
  • 9/11

২৯৩.৫২ সিসি ইঞ্জিন। ৬ স্পিড গিয়ারবক্স, ডাবল ডিস্ক ব্রেক ও স্পোর্টি লুক পাবেন। লং রাইডের জন্য আদর্শ।
 

হোন্ডা সিবি ৩৫০সি (Honda CB350C)
  • 10/11

হোন্ডা সিবি ৩৫০সি (Honda CB350C): যাঁরা রেট্রো ডিজাইন পছন্দ করেন, তাঁদের জন্য এই বাইক সেরা। রয়্যাল এনফিল্ডের অল্টারনেটিভ।  

৭টি রঙে পাওয়া যায়
  • 11/11

দাম ₹১.৮৮ লক্ষ থেকে শুরু। অনরোড যদিও ২ লাখ ছাড়িয়ে যায়। ৩৪৮.৩৬ সিসি ইঞ্জিন। রাইড কোয়ালিটি বেশ আরামদায়ক। ক্লাসিক ডিজাইন। ৭টি রঙে পাওয়া যায়।

Advertisement