scorecardresearch
 
Advertisement
টেক

Tata Punch-কে টক্কর দিতে আসছে ভারতে আসছে Hyundai এর ছোট গাড়ি

হুন্ডাই ক্যাসপার
  • 1/7

ছোট সাইজের টাটা পাঞ্চ লঞ্চ করে টাটা মোটরস ইন্ডিয়ান মার্কেটে ধামাকা তৈরি করে দিয়েছে। নিজের হোম মার্কেট সাউথ কোরিয়াতে টক্কর দেওয়ার জন্য হুন্ডাই কার লঞ্চ করে দিয়েছে এবং এটারই ভ্যান ভার্সন লঞ্চ করে দিয়েছে। খুব দ্রুত এই মডেল ইন্ডিয়ান মার্কেটে চলে আসছে।

হুন্ডাই ক্যাসপার
  • 2/7

দ্রুত ভারতে নতুন ক্যাসপার সাউথ কোরিয়ান মার্কেটে লঞ্চ করে গাড়ি বাজার গরম করে দিয়েছে। টাটা পাঞ্চ এর সঙ্গে টক্কর দেওয়ার জন্য হন্ডাই ক্যাসপার এ বছরই ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে। জেনে নিন এর ফিচারসমূহ বিশেষত্ব।

হুন্ডাই ক্যাসপার
  • 3/7

পাওয়ারফুল হবে হুন্ডাই ক্যাসপার। হুন্ডাই কার দুর্দান্ত দমদার দক্ষিণ কোরিয়ার মার্কেটে হন্ডাই ক্যাসপার দুটো পেট্রোল ইঞ্জিনের অপশনে দিচ্ছে। একটি অপশন ১.০ লিটার এর মাল্টি পয়েন্ট ইঞ্জেকশন পেট্রোল ইঞ্জিন এবং দ্বিতীয়টি ১.০৪ পেট্রোল ইঞ্জিন এটি ক্রমশ ৭৫ এইচপি এবং ৯৯hd ম্যাক্স পাওয়ার জেনারেট করতে পারে।

Advertisement
হুন্ডাই ক্যাসপার
  • 4/7

ইন্ডিয়া মার্কেটে আসতে পারে এই পাওয়ারের সঙ্গে। ইন্ডিয়ান মার্কেটে কোম্পানি ক্যাসপারের ১১.২ লিটার এবং ৪ সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের সঙ্গে এটি নামাতে পারে। এটি হোন্ডা গ্রান্ড আইটেন এনআইওএস এর মত ৮৩ এইচপির পাওয়ার জেনারেট করতে পারবে।

হুন্ডাই ক্যাসপার
  • 5/7

ভ্যান ভার্সনে বাড়ানো হয়েছে বুটস প্রেস। কোম্পানি সম্প্রতি হোন্ডা এসপি সাউথ কোরিয়ান মার্কেটে লঞ্চ করেছে। এর পেছনে দুটি সিটের জায়গা থেকে সরিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এরপর এর গাড়িতে a940 লিটারের বুটস স্পেস পাওয়া যাচ্ছে।

হুন্ডাই ক্যাসপার
  • 6/7

হন্ডাই ক্যাসপারের ফিচার শুধু এটাই নয়, গ্রাহকদের লঞ্চ হওয়ার পরে এলইডি হেডলাইট ব্লুটুথ কানেক্টিভিটি, অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম (এডিএস) মত অত্যাধুনিক ফিচার অ্যাড করেছে।

 

হুন্ডাই ক্যাসপার
  • 7/7

ক্যাসপার শুধু টাটা পাঞ্চকে টক্কর দেবে তাই নয়, হুন্ডাই ক্যাসপার ইন্ডিয়ান মার্কেটে বরং মাহিন্দ্রা kuv100 এবং মারুটি সুজুকি ইগনিস কে কড়া টক্কর দেবে।

Advertisement