আমাদের স্মার্টফোনে এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলি আমাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সুরক্ষার ক্ষেত্রে বিপজ্জনক! এই অ্যাপগুলি Google Play Store থেকেই হয়তো ইনস্টল করা হয়েছে। কিন্তু আপনার প্রয়োজন আর কৌতুহলকে কাজে লাগিয়ে অ্যাপের সাহায্যে আপনার ব্যক্তিগত তথ্য এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত লুঠ করে নিতে পারে হ্যাকার বা ব্যাঙ্ক জালিয়াতরা।
ডিজিটাল সুরক্ষা সংস্থা Avast সম্প্রতি Google Play Store-এ এমন ৭টি অ্যাপ চিহ্নিত করেছে যেগুলি android স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অত্যন্ত বিপজ্জনক! এই ৭ অ্যাপের সাহায্যে হ্যাকার বা ব্যাঙ্ক জালিয়াতরা লুঠ করে নিতে পারে আপনার ব্যক্তিগত তথ্য বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট!
ডিজিটাল সুরক্ষা সংস্থা Avast জানিয়েছে, আকর্ষণীয় ওয়ালপেপার, স্কিন বা গেমের প্রলোভনের আড়ালে স্মার্টফোন ব্যবহারকারীদের যাবতীয় তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লুঠ করার ফাঁদ পেতেছে হ্যাকার বা ব্যাঙ্ক জালিয়াতরা।
ডিজিটাল সুরক্ষা সংস্থা Avast এই ৭টি অ্যাপকে Fleeceware বলে চিহ্নিত করেছে। এই অ্যাপগুলি ফোনে ইনস্টল করার পর প্রথম ৩ থেকে ৭ দিন ইউজারকে বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিলেও তার পর এক ধাক্কায় ব্যবহারকারী অ্যাকাউন্ট থেকে কেটে যাবে বিপুল অঙ্কের টাকা।