আর্থিক লেনদেন কিংবা অন্য ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যান কার্ড। আয়কর দফতরের তরফ থেকে এই কার্ড ইস্যু করা হয়। এতে ১০ সংখ্যার একটি নম্বর থাকে।
যদি আপনি এটি হারিয়ে ফেলে থাকেন তবে আপনার চিন্তা করার দরকার নেই। সদ্য চালু হওয়া আয়কর ওয়েবসাইট থেকে আপনি কয়েক মিনিটের মধ্যে ই-প্যান ডাউনলোড করতে পারেন। ধাপে ধাপে জানুন কীভাবে ই-প্যান ডাউনলোড করবেন।
ই-প্যান ডাউনলোড করতে, আপনাকে প্রথমে আয়কর ওয়েবসাইট https://www.incometax.gov.in/iec/foportal যেতে হবে। এখানে আপনি ই-প্যান ডাউনলোড করতে 'Instant E PAN' এর একটি অপশন দেখতে পাবেন।
আপনাকে Instant E PAN' এ ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পরে আপনাকে 'New E PAN'এ ক্লিক করতে হবে। এখানে আপনাকে আপনার প্যান নম্বর দিতে হবে। প্যান নম্বরটি মনে না থাকলে আপনি আধার নম্বরটিও দিতে পারেন।
এই প্রক্রিয়ার পরে বিভিন্ন শর্তাবলি আসে। সেগুলো মনোযোগ দিয়ে পড়া দরকার। এরপরে রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করুন।