Advertisement
টেক

iPhone মিলছে ৪০ হাজার টাকায়, বছর শেষে অফারে বিরাট ডিসকাউন্ট

iPhone
  • 1/6

নতুন বছর শুরুর আগে অনেকেই ফোন কেনার পরিকল্পনা করছেন। কারণ ২৫ ডিসেম্বরের আগে একাধিক কোম্পানি ফোনের উপর সেল শুরু করেছে। সেই তালিকায় নাম রয়েছে iPhone 13-রও। ফলে একেবারে সস্তায় মিলছে এই ফোনটি।

iPhone
  • 2/6

আইফোন ১৩ লঞ্চ করা হয়েছিল ৪ বছর আগে। তবে কোনওরকম সমস্যা ছাড়াই আরও ৪ বছর এই ফোন থেকে সার্ভিস পাওয়া যাবে।

iPhone
  • 3/6

আইফোন ১৩ এর আসল দাম ৪৯,৯০০ টাকা। এই দামের মধ্যে ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে। তবে, এখন বিজয় সেলের ওয়েবসাইটে এই ভেরিয়েন্টটি ৪৪,৯০০ টাকায় পাওয়া যাবে।

Advertisement
iPhone
  • 4/6

বর্তমানে এমনিতেই ৫,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্টে এই মোবাইলটি পাওয়া যাচ্ছে। এছাড়াও, কোম্পানিটি এর উপর ৫ হাজার টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টও দিচ্ছে। উভয় ডিসকাউন্টের পরে, ফোনটির দাম ১০,০০০ টাকা কমে  ৪০,০০০ টাকার নীচে চলে আসবে।

iPhone
  • 5/6

ব্যাঙ্ক অফারের আওতায়, ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, SBI ক্রেডিট কার্ড এবং IDFC ফার্স্ট ক্রেডিট কার্ড ব্যবহার করে ৫,০০০ টাকা বাঁচানো যেতে পারে। ছাড়ের পর মূল্য হবে ৩৯,৯০০ টাকা।

iPhone
  • 6/6

আইফোন ১৩-তে ৬.১ ইঞ্চির OLED ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটি অ্যাপল A15 বায়োনিক প্রসেসর সহযোগে তৈরি। ফোনটিতে লেটেস্ট IOS-এ আপডেট করা হয়েছে। কিন্তু  অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার এই ফোনে নেই। ফোনে রয়েছে 12MP + 12MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। ফ্রন্ট ক্যামেরাও রয়েছে 12MP-র।

Advertisement