Advertisement
ইউটিলিটি

Jio New Plan: 100 টাকারও কমে ঢালাও ডেটা, 28 দিন ভ্যালিডিটি, 2026 এর আগে চমক জিওর

নতুন চমক
  • 1/10

জিও গ্রাহকদের জন্য বছরের শেষে নতুন চমক। মাত্র ১০৩ টাকায় ২৮ দিনের জন্য বিশেষ পরিষেবা চালু করল রিলায়্যান্স জিও। নতুন এই প্ল্যানে ডেটার সঙ্গে মিলবে একাধিক ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস।

 

প্ল্যান পোর্টফোলিও
  • 2/10

নিজেদের প্ল্যান পোর্টফোলিও আরও সমৃদ্ধ করতে সম্প্রতি একাধিক নতুন অফার এনেছে জিও। ৫০০ টাকার নিউ ইয়ার প্ল্যানের পাশাপাশি এবার সংস্থার তালিকায় যোগ হল একটি নতুন ফ্লেক্স প্ল্যান। এই প্ল্যানেই থাকছে ডেটা ও ওটিটি, দু’য়ের সুবিধা।

 

 

 

 ১০৩ টাকা
  • 3/10

সংস্থার তরফে জানানো হয়েছে, এই ফ্লেক্স প্ল্যানের দাম রাখা হয়েছে ১০৩ টাকা। প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন। পুরো সময় জুড়ে গ্রাহকরা ব্যবহার করতে পারবেন মোট ৫ জিবি ডেটা।

 

 

Advertisement
অ্যাড-অন প্ল্যান।
  • 4/10

তবে এটি একটি ডেটা অ্যাড-অন প্ল্যান। ফলে এই প্ল্যানের সুবিধা পেতে হলে গ্রাহকের নম্বরে আগে থেকেই কোনও অ্যাক্টিভ রিচার্জ প্ল্যান থাকা বাধ্যতামূলক।

 

ডেটার পাশাপাশি এই প্ল্যানে
  • 5/10

ডেটার পাশাপাশি এই প্ল্যানে সবচেয়ে বড় আকর্ষণ ওটিটি বেনেফিট। গ্রাহকদের জন্য একাধিক ওটিটি বান্ডলের অপশন রাখা হয়েছে। ব্যবহারকারীদের যেকোনও একটি বান্ডল বেছে নিতে হবে।

 

বান্ডলেই তিনটি
  • 6/10

প্রতিটি ওটিটি বান্ডলেই তিনটি বা তার বেশি প্ল্যাটফর্মের অ্যাক্সেস মিলবে। অর্থাৎ একটি প্ল্যানেই একাধিক বিনোদনের সুযোগ দিচ্ছে জিও।

 

হিন্দি এন্টারটেনমেন্ট
  • 7/10

হিন্দি এন্টারটেনমেন্ট বান্ডলে আছে জিওহটস্টার, সোনিলিভ এবং জ়ি৫। হিন্দি সিনেমা ও সিরিজপ্রেমীদের জন্য এই বান্ডল বিশেষ আকর্ষণীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

Advertisement
ইন্টারন্যাশনাল এন্টারটেনমেন্ট বান্ডল
  • 8/10

এছাড়াও রয়েছে ইন্টারন্যাশনাল এন্টারটেনমেন্ট বান্ডল। এই বান্ডলে গ্রাহকরা পাবেন জিওহটস্টার, ফ্যানকোড, লায়ন্সগেট এবং ডিসকভারি প্লাসের অ্যাক্সেস।

 

আঞ্চলিক কনটেন্ট
  • 9/10

আঞ্চলিক কনটেন্টপ্রেমীদের জন্য রয়েছে রিজিওনাল এন্টারটেনমেন্ট বান্ডল। এতে অন্তর্ভুক্ত জিওহটস্টার, সান এনএক্সটি, কঞ্চা লঙ্কা এবং হইচই।

 

জিও
  • 10/10

জিও জানিয়েছে, প্রতিটি ওটিটি বান্ডলের অ্যাক্সেস মিলবে ২৮ দিনের জন্য। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, জিওহটস্টার ছাড়া অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যাবে জিওটিভি অ্যাপের মাধ্যমে।

 
Advertisement