Advertisement
টেক

iPhone 17-র দাম ভারতে বাড়তে পারে, চাহিদা দেখেই বড় সিদ্ধান্ত Apple-এর

আইফোন
  • 1/8

অ্যাপলের নতুন ফ্ল্যাগশিপ iPhone 17 সেপ্টেম্বরে বাজারে এসেছে। আগের মডেল iPhone 16-এর তুলনায় এই নতুন সিরিজে বেশ কিছু বড় আপগ্রেড দেখা মিলছে। বিশেষত স্টোরেজ ও পারফরম্যান্সে উন্নতি নজরকাড়া।

আইফোন
  • 2/8

iPhone 16 যেখানে 128GB বেস স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল, সেখানে iPhone 17-এর বেস ভ্যারিয়েন্ট শুরুই হচ্ছে 256GB স্টোরেজ থেকে। স্টোরেজ বাড়লেও লঞ্চ প্রাইস তুলনামূলকভাবে কমই রাখা হয়েছিল।

আইফোন
  • 3/8

ভারতে iPhone 17-এর দাম বাড়তে পারে বলে সূত্রের খবর। অ্যাপলের ডিলারদের মতে, বাজারে ফোনটির চাহিদা অত্যন্ত বেশি এবং স্টক দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কোম্পানি প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে পারে।

Advertisement
আইফোন
  • 4/8

iPhone 17-এর 256GB ভ্যারিয়েন্টের লঞ্চ প্রাইস ছিল ৮২ হাজার ৯০০টাকা। 512GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল ১ লক্ষ ২ হাজার ৯০০টাকা। রিপোর্ট অনুযায়ী, অ্যাপল দাম ৭ হাজার টাকা পর্যন্ত বাড়াতে পারে।

আইফোন
  • 5/8

দাম বাড়লে iPhone 17-এর 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম দাঁড়াবে ৮৯ হাজার ৯০০টাকা, আর 512GB এর দাম হতে পারে ১ লক্ষ ৯ হাজার ৯০০ টাকায়, যা কার্যত iPhone 16-এর দাম কাঠামোর সমান।

আইফোন
  • 6/8

তবে অ্যাপলের পক্ষ থেকে এখনও কোনও অফিসিয়াল ঘোষণা আসেনি। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, দাম বাড়লেও কোম্পানি ব্যাংক অফার বা ক্যাশব্যাক দিয়ে গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা রাখতে পারে।

 

আইফোন
  • 7/8

এদিকে স্মার্টফোন মার্কেটে অন্য ব্র্যান্ডগুলিও দাম বাড়াতে বাধ্য হচ্ছে। OnePlus 15 লঞ্চ হয়েছে ‌৭২ হাজার ৯৯৯ টাকায়, যা OnePlus 13-এর তুলনায় বেশি। iQOO 15-এর দামও বাড়তি দেখা যাচ্ছে। মেমোরি চিপের বৃদ্ধি পাওয়া দামই এ ক্ষেত্রে প্রধান কারণ।

Advertisement
আইফোন
  • 8/8
Advertisement