
দেশজুড়ে ফের বেড়েছে দূষণের দাপট। দিল্লি-এনসিআর থেকে শুরু করে একাধিক বড় শহরে বাতাসের মান ধীরে ধীরে বিপজ্জনক স্তর ছুঁয়েছে। বায়ুর মান জানাতে যে সূচক ব্যবহৃত হয়, সেই এয়ার কোয়ালিটি ইনডেক্স বা এ-কিউ-আই অনেক জায়গায় খারাপের সীমা পার করেছে।

উচ্চ এ-কিউ-আই এর প্রভাব
প্রদূষিত বাতাসে বেশি সময় থাকলে শরীরে নানা সমস্যা দেখা দেয়। কাশি, শ্বাসকষ্ট, ফুসফুসের সংক্রমণ বাড়ে। বিশেষ করে যাঁরা হাঁপানিতে ভোগেন, তাঁদের জন্য এই অবস্থায় বাইরে বেরোনোয় ঝুঁকি আরও বেশি।

ভারতীয় স্টার্টআপের নয়া ডিভাইস
দেশের একটি স্টার্টআপ অ্যাটোভিওর Pebble নামে এক ধরনের ওয়্যারেবল এয়ার পিউরিফায়ার বাজারে এনেছে। আইআইটি কানপুরে তার কার্যক্ষমতা পরীক্ষা করা হয়েছে। এতে অ্যানায়ন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এক বার চার্জে টানা ৪৮ ঘণ্টা চলে। দাম রাখা হয়েছে ৩৪৯৯ টাকা।

Pro Life পিউরিফায়ার
ফ্লিপকার্টে Pro Life-এর একটি ওয়্যারেবল এয়ার পিউরিফায়ার পাওয়া যাচ্ছে। গলায় ঝুলিয়ে ব্যবহার করা যায়। কোম্পানির দাবি, সারাদিন চালানো যাবে। ৩০০ mAh ব্যাটারি আর টাইপ-সি চার্জিং সুবিধা রয়েছে। দাম ১৬৯৭ টাকা।

NEWDRU PureVibe
NEWDRU PureVibe নামে আর-একটি ছোট এয়ার পিউরিফায়ারও অনলাইনে পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্টে এর দাম ২৪৫০ টাকা। বাতাস পরিষ্কার করতে এতে নেগেটিভ আয়ন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

১২০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ
অ্যামাজনে Loopoburq নামে একটি পোর্টেবল এয়ার পিউরিফায়ার রয়েছে, যা এক বার চার্জে টানা ১২০ ঘণ্টা চলতে পারে বলেই দাবি করা হয়েছে। ধুলো, ধোঁয়া দূর করতে সক্ষম এই ডিভাইসটি গাড়িতেও ব্যবহার করা যায়। এমনকি শিশুরাও এটি ব্যবহার করতে পারবে।

Mitzie-এর ব্যক্তিগত এয়ার পিউরিফায়ার
অ্যামাজনে ২৪৯৯ টাকায় Mitzie Personal Air Purifier পাওয়া যাচ্ছে। গলায় ঝুলিয়ে ব্যবহারযোগ্য এই ডিভাইসটি ধুলো আর ধোঁয়া দূর করতে সাহায্য করে। কোম্পানির দাবি, হাঁপানি রোগীদের জন্যও এটি কার্যকর।
