১২৫ সিসির দুর্দান্ত বাইক আনল কীওয়ে ইন্ডিয়া (Keeway India)। রেট্রো স্টাইলে নতুন বাইক SR125 লঞ্চ করল সংস্থা।
Keeway SR 125-এর ডিজাইন একদম রেট্রো। টিয়ার ড্রপ আকারের বাইক। রয়েছে ১৪.৫ লিটারের জ্বালানি ট্যাঙ্ক।
ডিজিটাল ডিসপ্লে,হ্যালোজেন হেডলাইট রয়েছে। গাড়ির পিছনের অংশ বেশ ছোট। একটি ছোট ফেন্ডার এবং গোলাকার টেইল-লাইট রয়েছে।
Keyway 125 cc বাইকের অন্যান্য ফিচারের কথা বললে ইঞ্জিন কিল সুইচ, ডিজিটাল রাউন্ড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার,সিঙ্গল পিস সিট সেটআপ, ক্রোম ফিনিশ, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং ডুয়েল শক রিয়ার অ্যাবজরবার দেওয়া হয়েছে। এছাড়াও এই বাইকে রয়েছে ডুয়েল পারপজ টায়ার, কালো ফিনিশড স্পোক হুইল।
কীওয়ের বাইকে দেওয়া হয়েছে ১২৫ সিসির সিঙ্গল ইঞ্জিন। ১০.০৫ bhp ক্ষমতার ৮.৯ টর্ক জেনারেট করতে সক্ষম। বাইকে রয়েছে ৫ গিয়ারবক্স। ১৭ ইঞ্চির স্পোক হুইলস দেওয়া হয়েছে।
Keyway ১২৫ সিসি-র ব্রেকিং সিস্টেম কেমন? সামনের দিকে ৩০০mm ডিস্ক ব্রেক এবং পিছনে ২১০mm ডিস্ক ব্রেক রয়েছে। বাইকের ওজন প্রায় ১২০ কেজি। এছাড়াও সংস্থা বাইকের পিছনে ডুয়াল শক অ্যাবজর্বার এবং সামনের অংশে ট্র্যাডিশনাল ফর্ক দেওয়া হয়েছে।
কীওয়ে ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর বিকাশ ঝাবাখ জানান, নতুন Keyway SR125 একটি বাইকের পারফরম্যান্স দুর্দান্ত। চালানোও সহজ। বেসিক সিঙ্গল ডাউনটিউব চ্যাসিসে তৈরি হয়েছে বাইকটি।
এই বাইকের দাম ১.১৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। Hero Splendor-কে প্রতিযোগিতায় ফেলতে পারে কীওয়ে। দেখতেও দারুণ।