scorecardresearch
 
Advertisement
টেক

WhatsApp ইউজারদের ঝটকা, আর টাকা না দিলে মিলবে না কয়েকটি ফিচার

হোয়াটসঅ্যাপে লাগবে পয়সা
  • 1/6

WhatsApps This Feature Is Now Payable: ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম whatsapp এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান  (Premium Subscription Plan) এখনও লঞ্চ হয়নি। কিন্তু এই প্ল্যান আপাতত বিটা টেস্টার্সদের (Bita Testers) জন্য চালু করে দেওয়া হয়েছে। এই সার্ভিস ব্যবহার করতে গেলে কিন্তু এবার পয়সা খরচা করতে হবে।

হোয়াটসঅ্যাপে লাগবে পয়সা
  • 2/6

হোয়াটসঅ্যাপ বেশ কিছু নতুন ফিচার আনতে চলেছে। হোয়াটসঅ্যাপের উপর নজর রাখা একটি সাইট ওয়াবেটাইনফো (Wabitainfo) রিপোর্ট করেছে। তাতে বলা হয়েছে যে এই সার্ভিস প্রোগ্রামে, মেম্বাররা প্রিমিয়াম মেনু অ্যাক্সেস করতে পারে। যেখানে তাঁদের এক্সট্রা ফিচার দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপে লাগবে পয়সা
  • 3/6

রিপোর্ট অনুসারে এই ফিচার আপাতত সাধারণ হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য নয়। এর হোয়াটসঅ্যাপ বিজনেস বিটা ইউজারদের জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ যদি আপনি whatsapp ইউজ করেন তাহলে আপনাকে এই ফিচার নিয়ে আপাতত উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। রিপোর্ট অনুসারে প্রিমিয়াম একাউন্ট থেকে ইউজারদের কাস্টমাইজেবল কন্টাক্ট লিস্ট link এর অপশন মিলবে।

Advertisement
হোয়াটসঅ্যাপে লাগবে পয়সা
  • 4/6

এটি প্রত্যেক তিন মাস পর বদলে যাবে। এতে কাস্টমাররা কোনও বিজনেস খোঁজার জন্য তার ফোন নাম্বারের জায়গায় কেবল নাম টাইপ করলেই হবে। এই ফিচার টেলিগ্রামও দিচ্ছে। এতে ইউজারসরা ডাইরেক্ট কন্টাক্টকে অন্যের সঙ্গে শেয়ার করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে লাগবে পয়সা
  • 5/6

রিপোর্টে এটাও বলা হয়েছে যে অ্যাপ-এর পেইড ভার্সন থেকে ইউজারসরা ১০টি ডিভাইসের ওপর একসঙ্গে একই অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। নিজেদের বিজনেস অ্যাকাউন্টকে সঠিক ভাবে ম্যানেজ করতে পারবেন। এ ছাড়া ৩২ জনের সঙ্গে একবারে ভিডিও কলে কথাও বলতে পারবেন।

 

হোয়াটসঅ্যাপে লাগবে পয়সা
  • 6/6

এই ফিচার আপাতত বিটা ভার্সনে মিলবে। এই কারণে কোম্পানি এর উপর কোনও অফিসিয়াল স্টেটমেন্ট এখনও দেয়নি। এ কারণে এর প্রাইসিং এবং লঞ্চ ডেট এর বিষয়ে কোনও তথ্য সামনে আসেনি। আসন্ন সময়ে এটি নিয়ে কোম্পানি অফিসিয়াল স্টেটমেন্ট জারি করতে পারে।

Advertisement