scorecardresearch
 
Advertisement
টেক

Maruti Suzuki S-PRESSO-র চাহিদা বিদেশেও তুঙ্গে, দেদার রফতানি

মারুতি এসপ্রেসো
  • 1/10

মারুতি (Maruti Suzuki) গাড়ির বিদেশে এখন জবরদস্ত ডিমান্ড। কিন্তু মারুতির একটি নির্দিষ্ট গাড়ির ডিমান্ড বিদেশে সবচেয়ে বেশি। এক্সপোর্ট এর বিষয়ে এটি নাম্বার ওয়ান গাড়িতে পরিণত হয়েছে। এই গাড়ির নাম এসপ্রেসো (Maruti S-presso। কোম্পানি ৬৯৬০ টি এক্সপ্রেসো বিভিন্ন দেশে এক্সপোর্ট করেছে।

মারুতি এসপ্রেসো
  • 2/10

এ ছাড়া দ্বিতীয় নম্বরে মারুতি সুইফট (Maruti Swift) রয়েছে। এই গাড়িটি ৩৭৫৪ ইউনিট বিদেশে পাঠিয়েছে কোম্পানি। মারুতির একাধিক গাড়ি বিদেশে ভালো চাহিদা রয়েছে।

মারুতি সুইফট
  • 3/10

কোন কোন দেশে মারুতির গাড়ির প্রচণ্ড ডিমান্ড?

মারুতি ব্রিজা (Maruti Breeza) এক্সপোর্ট এর বিষয়ে তৃতীয় নম্বরে রয়েছে। কোম্পানি ৩৬০৯ ইউনিট বিদেশে পাঠিয়েছে। ২৭০৭ ইউনিটের সঙ্গে সুইফট ডিজায়ার (Maruti Swift Desire) এবং ৫ পঞ্চম স্থানে থাকা বালেনো (Baleno) ২২১০ ইউনিট গাড়ি এক্সপোর্ট করা হয়েছে।

Advertisement
মারুতি সুইফট
  • 4/10

নিজের প্যাসেঞ্জার ভেইকেলগুলিকে ল্যাটিন আমেরিকা (Latin America), এশিয়ান কান্ট্রিস (Asian Countries), আফ্রিকা (Africa), মধ্যপূর্ব এশিয়া (Middle-East), প্রতিবেশী দেশগুলিতে এক্সপোর্ট করা হচ্ছে কোম্পানির টপ ৫ এক্সপোর্ট মডেল।

মারুতি ব্রিজা
  • 5/10

নতুন স্টাইলে স্পেশাল মারুতি সুজুকি সম্প্রতি নিজের এন্ট্রি লেভেলের হ্যাচব্যাক কার এসপ্রেসো আপডেট করে নতুন আঙ্গিকে বাজারে এনেছে।

মারুতি ব্রিজা
  • 6/10

কোম্পানি এর আগে ভালো পাওয়ার ইঞ্জিন এবং মাইলেজ এর সঙ্গে মার্কেটে এটি নামিয়েছে। সঙ্গে এর মধ্যে একাধিক নতুন ফিচারও দেওয়া হয়েছে। মারুতি standard plus হাজার টাকা থেকে শুরু হচ্ছে।

মারুতি সুইফট ডিজায়ার
  • 7/10

হ্যাচব্যাক কারে সঙ্গে প্রতিযোগিতায় মারুতি সুজুকি এখন এগিয়ে। maruti suzuki এর বক্তব্য অনুসারে প্রায় তিন বছরের ছোট্ট সময়ের মধ্যে এসপ্রেসো দুর্দান্ত বিক্রি হচ্ছে।

Advertisement
মারুতি সুইফট ডিজায়ার
  • 8/10

কোম্পানি নতুন মারুতি এক্সপ্রেসও আইডল স্টার্ট স্টপ টেকনোলজি ফিচারের সঙ্গে বাজারে নিয়ে এসেছে। মার্কেটে এসপ্রেসোর মোকাবিলায় রেনো কুইড এবং হুন্ডাই স্যান্ট্রো সমেত অন্য পপুলার হাজব্যাক গাড়িগুলিও রয়েছে।

মারুতি বালেনো
  • 9/10

নতুন স্পেসে দমদার ইঞ্জিন

মারুতি এক্সপ্রেসো ওয়ান পয়েন্ট জিরো লিটারের সিরিজের ডুয়েলজেট ডুয়েল bbt পেট্রোল ইঞ্জিনের সঙ্গে বাজারে আনছে। নতুন এসপ্রেসোতে হাইটেক ভি এক্স আই এবং ভি এক্স আই প্লাস এর জন্য ইলেকট্রিক্যাল এডজাস্টেবল উইন মিরর এবং একটি নতুন কেবিন এয়ার ফিল্টারও দেওয়া হয়েছে। এতে ফাইভ স্পিড ম্যানুয়াল এবং অটো গিয়ার সিট অথবা অটোমেটিক ট্রান্সমিশন অপশনও দেওয়া হচ্ছে।

মারুতি বালেনো
  • 10/10

কি কি সেফটি ফিচারস পাওয়া যাবে?

ডুয়েল ফ্রন্ট এয়ার ব্যাগ, ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন এর সঙ্গে এন্টি লক ব্রেক, ফ্রন্ট সিটবেল্ট রিমাইন্ডার, রিভার্স পার্কিং সেন্সর, হাই স্পিড ওয়ার্নিং সিস্টেম এর মত দুর্দান্ত ফিচার গুলি অ্যাড করা হয়েছে।

Advertisement