scorecardresearch
 
Advertisement
টেক

নতুন অবতারে ফিরছে Yamaha RX100! কবে লঞ্চিং?

Yamaha RX100
  • 1/10

ভারতের রাস্তায় একটা সময় দাপিয়ে বেড়াত। যুব প্রজন্মের পছন্দের বাইক। টু-স্ট্রোক এই বাইক শ্রেণিতে একছত্র আধিপত্য ছিল। সেই Yamaha RX 100 ফিরতে চলেছে। 

Yamaha RX100
  • 2/10

১৯৮৫ থেকে ১৯৯৬ পর্যন্ত উৎপাদন হয়েছিল এই বাইকের। এখনও পর্যন্ত ভারতে ইয়ামাহার সর্বাধিক জনপ্রিয় মডেল এটিই। আরএক্স ১০০-কে নিয়ে এখনও নস্টালজিয়ায় সেই সময়ের যুবা বাইকপ্রেমীরা।      

Yamaha RX100
  • 3/10

ইয়ামাহা ইন্ডিয়ার প্রেসিডেন্ট ইশিন চিহানা একটি সংবাদমাধ্যমকে জানান, 'এখনও অন্য কোনও বাইকে RX 100 নামটি ব্যবহার করেনি সংস্থা। বাইকটি বাজারে আনা নিয়ে নানা বিষয়ে আলোচনা চলছে।'

Advertisement
Yamaha RX100
  • 4/10

তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট RX100 মডেল ফিরিয়ে আনতে চলেছে ইয়ামাহা। কবে নাগাদ আসতে পারে আরএক্স ১০০?

Yamaha RX100
  • 5/10

Yamaha RX100 আর RX135 দু'টি টু-স্ট্রোক বাইক বেচত। পরিবেশ দূষণের কারণে এখন ফোর স্ট্রোক বাইক উপলব্ধ। ফলে সেই টু-স্ট্রোক বাইক আর ফিরবে না।

Yamaha RX100
  • 6/10

নতুন প্রযুক্তিও চলে এসেছে। ফলে গাড়ির মডেলে বদল আনা জরুরি। কারণ আগের লুকের সঙ্গে নতুন প্রযুক্তির সমন্বয় সম্ভব নয়। শোনা যাচ্ছে, ইয়ামাহা তাড়াহুড়ো করতে রাজি নয়। রেট্রো লুকেই আসতে পারে আরএক্স ১০০। 

Yamaha RX100
  • 7/10

সাধারণ রেট্রো লুকের জন্য মন কেড়েছিল বাইকটি। সেই সাধারণ রেট্রো লুকই ধরে রাখতে চাইছে ইয়ামাহা। 

Advertisement
Yamaha RX100
  • 8/10

কোনওভাবেই ২০২৬ সালের আগে আরএক্স ১০০ আনা সম্ভব নয়। কারণ ২০২৫ পর্যন্ত আগামী বাইকগুলির লঞ্চিং স্থির করে রেখেছে সংস্থা। 

Yamaha RX100
  • 9/10

ধীরে ধীরে ইয়ামাহা বৈদ্যুতিক স্কুটারের দিকে ব্যবসাকে সম্প্রসারিত করছে। ভারতেও একাধিক টু-হুইলার লঞ্চ করতে চলেছে সংস্থা।

Yamaha RX100
  • 10/10

ফলে আরএক্স ১০০ তেলের পরিবর্তে ব্যাটারিচালিত বাইক হিসেবেও লঞ্চ করতে পারে। 

Advertisement