আগামিকাল ২৫ জানুয়ারি নতুন স্মার্টফোন নিয়ে আসছে মাইক্রোম্যাক্স। Micromax In Note 2 লঞ্চ করতে চলেছে সংস্থা। মনে করা হচ্ছে চিনা সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতা হতে পারে এই স্মার্টফোনটির। চলুন জেনে নেওয়া যাক ফোনটির সম্পর্কে।
ট্যুইটারে স্মার্টফোনটির লঞ্চ ডিটেল্স শেয়ার করেছে মাইক্রোম্যাক্স। তবে এখন শুধুমাত্র Flipkart এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকেই কেনা যাবে ফোনটি। সংস্থার তরফে এর দাম ঘোষণা করা না হলেও এটি ১৫ হাজার টাকার বাজেটে আসবে বলেই মনে করা হচ্ছে।
সংস্থার তরফে যে টিজার প্রকাশ করা হয়েছে তাতে ফোনটির গ্লসি ফিনিশ দেখা যাচেছ। সেটিকে Dazzling glass নামে তুলে ধরবে সংস্থা। এছাড়া ফোনটির রিয়র ক্যামেরার ডিজাইনও প্রকাশ্যে এসেছে, যা দেখতে বেশখানিকটা Samsung Galaxy S21-এর ক্যামেরা মডিউলের মতো।
ফোনটিতে রয়েছে পঞ্চ হোল কাটআউট স্ক্রিন। Tecno, Oppo, Realme-এর মতো সংস্থাগুলির অ্যাফর্ডেবল স্মার্টফোনগুলির সঙ্গে এটির কড়া টক্কর হবে বলে মনে করা হচ্ছে। ফোনটির দাম ধার্য করা হতে পারে ১০ থেকে ১৫ হাজারের মধ্যে।
এই ফোনে থাকবে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের বাক্সতেই থাকবে ফাস্ট চার্জার। তাছাড়াও থাকছে 3.5mm অডিও জ্যাক হোল, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল।
আরও পড়ুন - কোরিয়ায় এবার 'কাঁচা বাদাম' গান! মা-মেয়ের নাচের ভিডিও Viral