scorecardresearch
 
Advertisement
টেক

PUBG-র নেশায় ৩ লাখ টাকা খরচ করল কিশোর! মাথায় হাত পরিবারের

তিনেক
  • 1/9

পাবজি গেমের আসক্তির জেরে প্রায় লাখ তিনেক টাকা খরচ করেছে এক নাবালক। আর বিষয়ে কিছু জানত না পরিবারের লোকেরা। সম্প্রতি বিষয়টি সামনে এসেছে। আর তারপরেই কার্যত মাথায় হাত পরিবারের।

পড়শির
  • 2/9

গোটা ঘটনায় ভুক্তভোগী পরিবারের অভিযোগের তির পড়শির দিকে। অভিযোগ, পড়শির এক যুবকের প্ররোচনাতেই লাখ লাখ টাকা গেমের পিছনে খরচ করেছে ওই কিশোর। ঘটনা রাজস্থানের ঝালাওয়ারের।

কিশোরকে
  • 3/9

পরিবারের পড়শি যুবকের নাম শাহবাজ খান। শাহবাজই ওই কিশোরকে অনলাইনে গেম খেলার জন্য প্ররোচনা দিত বলে অভিযোগ। 

Advertisement
হাতিয়ে
  • 4/9

এরপরেই ওই কিশোর বাড়িতে কাউকে না বলে টাকা হাতিয়ে নিত। সেই টাকা এসে দিত শাহবাজকে। শাহবাজ গেমের জিনিসপত্র কিনে দিত ওই কিশোরকে।

এমনটাই
  • 5/9

মাঝে মাঝে টাকা নেওয়ার জন্য হুমকিও দিত শাহবাজ। এমনটাই অভিযোগ পরিবারের। চাপে পড়ে এভাবে ওই কিশোর টাকা তুলত।

প্যান
  • 6/9

শুধু এখানেই থামেনি, শাহবাজ ওই কিশোরের বাবার আধার কার্ড, প্যান কার্ড, মোবাইল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও চেয়েছিল বলে দাবি।
 

গেমের
  • 7/9

গত ৬ মাসে ওই কিশোর এভাবে বাড়ি থেকে প্রায় ৩ লাখ টাকা নিয়ে গেমের পিছনে খরচ করেছে। যা দেখে চক্ষু চড়কগাছ পরিবারের।
 

Advertisement
বিরুদ্ধে
  • 8/9

ইতিমধ্যে শাহবাজের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলেছে ভুক্তভোগী পরিবার।
 

শাহবজের
  • 9/9

তাদের অভিযোগ, শুধু ওই কিশোর নয়। আরও অনেকে শাহবজের কথায় গেমের পিছনে প্রচুর টাকা খরচ করেছে। 
 

Advertisement