scorecardresearch
 
Advertisement
টেক

Nokia XR20 প্রি বুকিং শুরু কাল থেকে, জলের নিচেও দিব্যিই চলবে ১ ঘণ্টা!

Nokia XR20 প্রি বুকিং শুরু কাল থেকে, জলের নিচেও দিব্যিই চলবে ১ ঘণ্টা!
  • 1/6

ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে Nokia XR20। সংস্থার দাবি, ৫৫ ডিগ্রি তাপমাত্রাতেও স্বাভাবিক কাজ করবে এই ফোন। এমনকী জলের নিচে ১ ঘণ্টা থাকলেও এই স্মার্টফোনে কোনও সমস্যা হবে না বলেই দাবি সংস্থার।

Nokia XR20 প্রি বুকিং শুরু কাল থেকে, জলের নিচেও দিব্যিই চলবে ১ ঘণ্টা!
  • 2/6

এই ফোনে রয়েছে Android 11-এর অপারেটিং সিস্টেম আর Qualcomm Snapdragon 460 প্রসেসর। তাছাড়া রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের সুরক্ষার সঙ্গে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে।

Nokia XR20 প্রি বুকিং শুরু কাল থেকে, জলের নিচেও দিব্যিই চলবে ১ ঘণ্টা!
  • 3/6

ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শ্যুটার। ক্যামেরার প্লাস ফিচার হল এর Zeiss optics সেন্সর, যা বিশ্বের অন্যতম সেরা সেন্সরগুলির মধ্যে অন্যতম।

Advertisement
Nokia XR20 প্রি বুকিং শুরু কাল থেকে, জলের নিচেও দিব্যিই চলবে ১ ঘণ্টা!
  • 4/6

ফোন রয়েছে ৪,৬৩০ mAh-এর শক্তিশালী ব্যাটারি। এই স্মার্টফোনে মূলত সুরক্ষার দিকে বেশি জোর দিয়েছে সংস্থা। Nokia XR20 স্মার্টফোনের বেস ভ্যারিয়েন্টে মিলবে ৬ জিবি RAM-এর আর ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ।

Nokia XR20 প্রি বুকিং শুরু কাল থেকে, জলের নিচেও দিব্যিই চলবে ১ ঘণ্টা!
  • 5/6

গ্র্যানাইট ব্ল্যাক আর আল্ট্রা ব্লু— এই দুই রঙে পাওয়া যাবে Nokia XR20 স্মার্টফোন। ২০ অক্টোবর, আগামীকাল থেকে শুরু হচ্ছে এই ফোনের প্রি বুকিং। মিলিটারি গ্রেডের সুরক্ষা-সহ এই ফোনের দাম ধরা হয়েছে ৪৬,৯৯৯ টাকা।

Nokia XR20 প্রি বুকিং শুরু কাল থেকে, জলের নিচেও দিব্যিই চলবে ১ ঘণ্টা!
  • 6/6

Nokia XR20 স্মার্টফোন প্রি বুকিংয়ে ফোনের সঙ্গে ৩,৫৯৯ টাকার Nokia Power Earbuds Lite ক্রেতাদের বিনামূল্যে দেবে সংস্থা। আগামী ৩০ অক্টোবর বড় ই-কমার্স সাইট ছাড়াও Nokia.com-এ পাওয়া যাবে এই ফোন।

Advertisement