scorecardresearch
 
Advertisement
টেক

Vivo Y3s 2021 : Vivo-র নয়া ফোনে 5000mAh ব্যাটারি, দামও ১০ হাজারের মধ্যেই

Vivo Y3S 2021 5000mAh battery new phone launched in india abk ভিভো
  • 1/6

Vivo Y3s 2021: বাজারে নতুন ফোন আনল ভিভো। তা এখন ভারতে পাওয়া যাবে। মডেলটি হল ভিভো ওয়াইথ্রিএস ২০২১ (Vivo Y3s 2021)। বেশ কিছু আকর্ষণীয় গুণ রয়েছে ফোনটির। যেমন এটি রিভার্স চার্জিং হয়। ব্যাটারি জবরদস্ত, ৫০০০এমএএইচ (5000mAh) ক্ষমতা সম্পন্ন। এর পাশাপাশি এতে রয়েছে মিডিয়াটেক হেলিও পি৩৫ (MediaTek Helio P35) প্রসেসর। ভিভো-র এই নয়া স্মার্টফোনের দাম ১০ হাজার টাকার কম।

Vivo Y3S 2021 5000mAh battery new phone launched in india abk ভিভোর নতুন ফোন
  • 2/6

ভিভো ওয়াইথ্রিএস ২০২১ (Vivo Y3s 2021) ফোনে সিঙ্গল ২জিবি+৩২জিবি (2GB+32GB) ভ্য়ারিয়্যান্টের দাম ভারতে ৯,৪৯০ টাকা।

Vivo Y3S 2021 5000mAh battery new phone launched in india abk one
  • 3/6

এর তিনটি রঙ রয়েছে। যার যেমন পছন্দ তিনি সেই রঙের ফোন কিনতে পারবেন। সেই রঙগুলি হল পার্ল হোয়াইট, মিন্ট গ্রিন এবং স্টারি ব্লু। বেশ কয়েকটি জায়গায় ভিভো ওয়াইথ্রিএস ২০২১ (Vivo Y3s 2021) কিনতে পাওয়া যাচ্ছে। এর মধ্যে যেমন রয়েছে ভিভো ইন্ডিয়া ই-স্টোর (Vivo India e-store), তেমনই অ্য়ামাজন (amazon), ফ্লিপকার্ট (Flipkart), টাটা ক্লিক, পেটিএম, বাজাজ ফিনসার্ভ ইএমআই। ফলে যার যেমন পছন্দ, তিনি সেই হিসেবে কিনে নিতে পারবেন।

Advertisement
Vivo Y3S 2021 5000mAh battery new phone launched in india abk two
  • 4/6

ভিভো ওয়াইথ্রিএস ২০২১ (Vivo Y3S 2021)
এবার আমরা দেখে নেবো ভিভো ওয়াইথ্রিএস ২০২১ (Vivo Y3s 2021)-এর স্পেসিফিকেশন। ভিভোর নয়া মডেলের এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ গো এডিশন বেসড ফানটাচ ওএস ১১ (Android 11 Go Edition Based Funtouch OS 11)-তে চলে। এর মধ্যে রয়েছে ৬.৫১ ইঞ্চি এইচডিপ্লাস (৭২০x১৬০০ পিক্সল) এলসিডি ডিসপ্লে। 

Vivo Y3S 2021 5000mAh battery new phone launched in india abk three
  • 5/6

এই স্মার্টফোন মানে ভিভো ওয়াইথ্রিএস ২০২১ (Vivo Y3s 2021)-তে ২জিবি র্যামে মিডিয়াটেক হেলিও পি৩৫ (MediaTek Helio P35) প্রসেসর দেওয়া হয়েছে। এর ইন্টার্নাল মেমরি ৩২জিবি (32GB)। তবে এর মেমরি অনেকটাই বাড়িয়ে নেওয়া যেতে পারে। আর তা শুনলে চোখ কপালে উঠতে পারে। ১টিবি পর্যন্ত মেমরি বাড়ানো যেতে পারে।

Vivo Y3S 2021 5000mAh battery new phone launched in india abk four
  • 6/6

ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াইথ্রিএস ২০২১ (Vivo Y3s 2021) ফোনটি দারুণ কাজের হতে পারে। এটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগিপিক্সল। ফেস আনলক ব্যবস্থাও রয়েছে। এবার ভিভো ওয়াইথ্রিএস ২০২১ (Vivo Y3s 2021)-এর ব্য়াটারির ব্য়াপারে জেনে নেওয়ার পালা। ৫০০০এমএএইচ (5000mAh)ব্য়াটারি রয়েছে এতে। এর পাশাপাশি এতে ডুয়েল ব্য়ান্ডের ওয়াই-ফাই (Wi-Fi), ব্লুটুথ ভি৫ রয়েছে। 

Advertisement