scorecardresearch
 
Advertisement
টেক

WhatsApp : স্টোরেজ ও ডেটা বাঁচানোর জন্য বদলে ফেলুন সেটিংস

প্রতীকী ছবি
  • 1/6

WhatsApp-এ মিডিয়া কন্ট্রোলের জন্য বেশকয়েক ধরনের সেটিংস হয়। যার মাধ্যমে ইউজাররা হোয়াটসঅ্যাপে আসা ফটো, ভিডিও সহ অন্যান্য মাল্টিমিডিয়া কন্টেন্ট নিয়ন্ত্রণ করতে পারেন। স্টোরেজ স্পেস এবং ডেটা বাঁচানোর জন্য এই ধরনের একটি সেটিং হোয়াটসঅ্যাপেও দেওয়া হয়। 
 

প্রতীকী ছবি
  • 2/6

অটো ডাউনলোড বন্ধ করার অপশান থাকে WhatsApp-এ। সাধারণত অ্যাপে আসা সমস্ত ফটো ও ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে সেভ করে নেয় হোয়াটসঅ্যাপ। যার ফলে একদিকে যেমন ডেটা খরচ হয়, অন্যদিকে তেমনই স্টোরেজও ভরে যায়। 
 

প্রতীকী ছবি
  • 3/6

এছাড়া হোয়াটসঅ্যাপে মিডিয়া ভিজিবিলিটি নামেও একটি অপশান রয়েছে। এটিকে বন্ধ করে রাখলে ফোনের গ্যালারিতে ডাউনলোড হওয়া নতুন কন্টেন্ট চলে যায়। চলুন জেনে নেওয়া যাক WhatsApp-এ কীভাবে ম্যানেজ করতে হয় মিডিয়া সেটিংস। তবে মনে রাখবেন এই অপশানের জন্য হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সান এবং সক্রিয় অ্যাকাউন্ট থাকা জরুরি। 
 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

WhatsApp-এ এইভাবে বন্ধ করুন অটো ডাউনলোড
হোয়াটসঅ্যাপ খোলার পর ওপরে থাকা ৩টি বিন্দুতে ক্লিক করে সেটিংসে যান।
তারপর স্টোরেজ অ্যান্ড ডেটাতে ক্লিক করে মিডিয়া অটো ডাউনলোড সেকশানে যান।
সেখানে মোবাইল ডেটা, ওয়াইফাই এবং রোমিং-এর অপশানগুলির সমস্ত বক্স আনচেক করুন। তবে আপনার ইচ্ছা অনুযায়ী সেটিংসও রাখতে পারেন। 
 

প্রতীকী ছবি
  • 5/6

মিডিয়া ভিজিবিলিটি বন্ধ করার নিয়ম
এর জন্য আপনাকে প্রথমে সেটিংসে যেতে হবে। তারপর সেখান থেকে চ্যাট ও শেষে মিডিয়া ভিজিবিলিটিতে গিয়ে সেটিকে বন্ধ করতে হবে। 
 

প্রতীকী ছবি
  • 6/6

যদি কোনও একটি চ্যাটের মিডিয়া ভিজিবিলিটি বন্ধ করতে হয় তাহলে?
প্রথমে যে চ্যাটের মিডিয়া ভিজিবিলিটি বন্ধ করতে চাইছেন সেটি খুলুন। তারপর ওপরে চ্যাট নেমে ক্লিক করুন। সেখানে মিডিয়া ভিজিবিলিট বন্ধ করে দিন। 
 

Advertisement