ভারতে প্রথম নিজেদের ল্যাপটক আনতে চলেছে Xiaomi-এর সাব-ব্র্যান্ড Redmi। নয়া ল্যাপটপটি RedmiBook সিরিজের। আগামী ৩ অগাস্ট এটি বাজার আনা হবে বলে জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত সংস্থার তরফে এই বিষয়ে খুব বেশি তথ্যা প্রকাশ্যে আনা হয়নি।
তবে Xiaomi-র ম্যানেজিং ডিরেক্টর টুইটারে একটি টিজার শেয়ার করেছেন। একইসঙ্গে সংস্থার ওয়েবসাইটে একটি পেজও তৈরি করা হয়েছে। পাশাপাশি রেডমি ইন্ডিয়ার টুইটার হ্যান্ডেল থেকেও কিছু তথ্য পাওয়া গিয়েছে।
টিজারটিতে ল্যাপটপটির ডিজাইন দেখতে পাওয়া যাচ্ছে। তাতে দেখা যাচ্ছে, ডানদিকে ও বামদিকে বেজেল্স রয়েছে। তাছাড়া ওপরে ইন্টিগ্রেটেড ওয়েবক্যামের সঙ্গেও বেজেল্স দেওয়া হয়েছে। আর স্ক্রিনের নিচে মাঝামাঝি জায়গায় রয়েছে রেডমি ব্র্যান্ডিং।
সংস্থার ওয়েবসাইটে যে পেজটি তৈরি করা হয়েছে সেখানে বলা হয়েছে ল্যাপটপটি চারকোল গ্রে রঙের হবে এবং তাতে 11th Gen Intel প্রসেসার থাকবে।
অন্যদিকে সংস্থার ট্যুইটার হ্যান্ডেলে বলা হয়েছ, ল্যপটপের স্ক্রিনের মাপ ৩৯.৬২ সেন্টিমিটার, অর্থাৎ ১৫.৬ ইঞ্চি। ফ্লিপকার্টে মাধ্যমে এটি কেনা যাবে।