scorecardresearch
 
Advertisement
টেক

PhonePe থেকে মোবাইল রিচার্জ করেন? কত টাকা প্রসেসিং ফি কাটছে জানেন?

PhonePe থেকে মোবাইল রিচার্জ করেন? কত টাকা প্রসেসিং ফি কাটছে জানেন?
  • 1/6

UPI ভিত্তিক ডিজিটাল আর্থিক লেনদেন ব্যবস্থার সাহায্যে খুব সহজেই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দুটি ব্যাঙ্কের মধ্যে আর্থিক আদানপ্রদান বা লেনদেন সম্ভব হয়েছে।

PhonePe থেকে মোবাইল রিচার্জ করেন? কত টাকা প্রসেসিং ফি কাটছে জানেন?
  • 2/6

ভারতে UPI আ্যাপ্লিকেশনের সংখ্যা নেহাত কম নয়! ভারতে সবচেয়ে জনপ্রিয় ও প্রচলিত UPI আ্যাপ্লিকেশনের মধ্যে অন্যতম হল PhonePe। এই UPI আ্যাপ্লিকেশনে মোট ১১টি ভাষায় লেনদেন সংক্রান্ত বার্তার আদানপ্রদান সম্ভব।

PhonePe থেকে মোবাইল রিচার্জ করেন? কত টাকা প্রসেসিং ফি কাটছে জানেন?
  • 3/6

বিদ্যুতের বিল, গ্যাসের বিল, ফোনের বিল দেওয়া ছাড়াও একাধিক রকম আর্থিক লেনদেন অনায়াসেই করা যায় PhonePe থেকে। বর্তমানে ২৫ কোটিরও বেশি ভারতীয় UPI আ্যাপ্লিকেশনের মাধ্যমে আর্থিক লেনদেন করেন।

Advertisement
PhonePe থেকে মোবাইল রিচার্জ করেন? কত টাকা প্রসেসিং ফি কাটছে জানেন?
  • 4/6

সেপ্টেম্বরে PhonePe-তে ১৬৫ কোটি UPI লেনদেন হয়েছে, যা ওই মাসে দেশের মোট UPI লেনদেনের ৪০ শতাংশের সমান। এর থেকেই এই UPI আ্যাপ্লিকেশনের ব্যাপক ব্যবহার সম্পর্কে ধারণা পাওয়া যায়। কিন্তু সম্প্রতি মোবাইল রিচার্জের ক্ষেত্রে প্রসেসিং ফি নেওয়া শুরু করেছে PhonePe।

PhonePe থেকে মোবাইল রিচার্জ করেন? কত টাকা প্রসেসিং ফি কাটছে জানেন?
  • 5/6

সংস্থা জানিয়েছে, প্রাথমিক ভাবে ৫০ টাকার বেশি অঙ্কের মোবাইল রিচার্জের ক্ষেত্রে ১ টাকা থেকে ২ টাকা পর্যন্ত প্রসেসিং ফি নেওয়া শুরু হয়েছে। ৫১ টাকা থেকে ১০০ টাকার মোবাইল রিচার্জে ১ টাকা প্রসেসিং ফি নেওয়া হবে। ১০০ টাকার বেশি মোবাইল রিচার্জের ক্ষেত্রে ২ টাকা প্রসেসিং ফি নেবে PhonePe।

PhonePe থেকে মোবাইল রিচার্জ করেন? কত টাকা প্রসেসিং ফি কাটছে জানেন?
  • 6/6

তবে শুধু মোবাইল রিচার্জের ক্ষেত্রেই নয়, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টের জন্যেও প্রসেসিং ফি নেওয়া শুরু করেছে PhonePe। সে ক্ষেত্রেও একাধিক পর্যায়ে ভাগ করা হয়েছে প্রসেসিং ফি-এর অঙ্ক।

Advertisement